বাংলাদেশের বাইরে ছোট এক বাংলাদেশ

মিলনমেলায় সমবেতরা
মিলনমেলায় সমবেতরা

বাংলাদেশ থেকে আফ্রিকার সোয়াজিল্যান্ডের দূরত্ব প্রায় আট হাজার কিলোমিটার। এখানে বাস করেন কয়েক শ বাংলাদেশি। কয়েক দিন আগে তারা মালকার্নসে সমবেত হয়েছিলেন ঈদ–পরবর্তী এক​ মিলনমেলায়। সোয়াজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা এতে সপরিবার যোগ দেন। মালকার্নসের কান্ট্রি ক্লাবে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এই মিলনমেলাকে কেন্দ্র করে সেদিন কান্ট্রি ক্লাব পরিণত হয়েছিল বাংলাদেশের বাইরে ছোট এক বাংলাদেশ।

আয়োজনে ছোট বড় সবার জন্য ছিল বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা ও প্রতিযোগিতা। পুরুষদের জন্য ছিল ফুটবল ও ক্রিকেট খেলা। নারীদের জন্য বালিশ খেলা। আর শিশুদের জন্য বিভিন্ন খেলাসহ চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

মিলনমেলায় সমবেতরা
মিলনমেলায় সমবেতরা

সকলকে আপ্যায়িত করা হয় দেশি খাবার দিয়ে। অনেকে খাবার নিজের হাতে রান্না করে আনেন। এই খাবারও পরিবেশন করা হয়।
এই আয়োজনের মধ্যে দিয়ে অংশগ্রহণকারীরা এক দিনের জন্য হলেও বিদেশের মাটিতে খুঁজে পান বাংলাদেশকে। বাংলাদেশিদের সামাজিক বন্ধন মজবুত করার জন্য এই মিলনমেলা আয়োজন করায় অংশগ্রহণকারীরা ধন্যবাদ জানান আয়োজকদের।