বিউটি বোর্ডিং: বিচ্ছেদের গান

সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক

শামসুর রাহমান বহুকাল একা ছিল ঘাসের বুকে
মনে পড়ে কোনো এক আলো ঝলমলে বিষুদবার
শহরতলি গ্রামগঞ্জ অবাক শূন্যতায় বেঁধে রেখে
উদ্ভট উটের পিঠে চড়ে কোনো দিন আসেনিকো আর।
কাদরী এলোমেলো ছিল, কবিদের হতেই হয় তেমন
দুঃখিত স্বদেশে পৌঁছিয়ে দিয়ে চুম্বনগুলি গেল চলে
কে লিখবে আর প্রিয়তমাকে জানিয়ে অভিবাদন
সেই সব আড্ডাবাজ হারিয়ে যায় বিউটি হোটেলে।
কাদরীর শব রেখে গোরে পাইলাম না সময় দাঁড়াবার

হক সাহেবের পড়ল তাড়া আমাদের শূন্য করার
কেউ থাকে না বাহে, জ্বলে আর জ্বলে ভীষণ হাহাকার
পরানের গহিন ভেতর, বেদনার নীলে সবই একাকার।

সবাই একে একে চলে যাচ্ছে, ঝাপসা চোখে চেয়ে দেখে
নির্জন দ্বীপ যেন সোনালি কাবিন আল মাহমুদ
তসবি জপতে জপতে মলিন বদনে অপেক্ষায় থাকে
বিউটি বোর্ডিং যেন কবিতার তীর্থ, ছানার যেমন দুধ!

(লেখক চীনের হুবেই প্রদেশের থ্রি গরজেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী)