ফাস্টফুডে খরচ বাড়ল সাড়ে ১১%

ধরা যাক, একটি বার্গারের দাম ১০০ টাকা। এখন ১০ শতাংশ হারে সম্পূরক শুল্ক বসবে। সম্পূরক শুল্কসহ বার্গারের দাম হবে ১১০ টাকা। এর ওপরে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বসলে সব মিলিয়ে দাম হবে ১২৬ টাকা ৫০ পয়সা। আগে শুধু ভ্যাট নেওয়া হতো; তাই তখন খরচ পড়ত ১১৫ টাকা। এখন খরচ বাড়বে আরও সাড়ে ১১ টাকা। এর মানে, ফাস্টফুড খেতে গেলে সাড়ে ১১ শতাংশ খরচ বাড়বে। এর ওপর সার্ভিস চার্জ নিলে তো আরও খরচ আছেই।