এলজির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির উদ্যোগ

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ৩০ হাজার মার্কিন ডলার মূল্যের এসি বিতরণ করেছে এলজির কর্মকর্তারা।
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ৩০ হাজার মার্কিন ডলার মূল্যের এসি বিতরণ করেছে এলজির কর্মকর্তারা।

সম্প্রতি দেশের বৃদ্ধাশ্রম, এতিমখানা ও হাসপাতালের রোগীদের জন্য মশা প্রতিরোধক এসি দিয়েছে এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ৩০ হাজার মার্কিন ডলার মূল্যের এসি বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, মা ও শিশুদের জন্য পরিচালিত মগবাজারের আদ-দ্বীন হাসপাতাল এবং শিশুযত্ন কেন্দ্র ছোটমনি নিবাসের জন্য এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। 

সম্প্রতি রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে এলজি ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এডওয়ার্ড কিম, এলজি হেডকোয়ার্টারের সিএসআর স্পেশালিস্ট হিয়ুন জিন জিওন, সিএসআর টিম লিডার মিনসিওক কিম ও গুড নেইবার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিওং সেক কিম তাদের পণ্য হস্তান্তর করেন। অনুষ্ঠানে অ্যাডওয়ার্ড কিম বলেন, এলজি টেকসই উন্নয়নে বিশ্বাস করে। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ যেন সুস্থ-সবলদের মতই জীবনমান এবং সামাজিক উন্নয়নে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে এলজি কাজ করছে। এরই অংশ হিসেবে এবার তিনটি প্রতিষ্ঠানে মোট ৩০ হাজার মার্কিন ডলার মূল্যের এসি দেওয়া হয়। বিজ্ঞপ্তি।