প্রস্তাবিত অর্থ বিলের ওপর মতবিনিময় সভা

স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউনট্যান্টস আয়োজিত মতবিনিময় সভায় অতিথি ও বক্তরা।
স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউনট্যান্টস আয়োজিত মতবিনিময় সভায় অতিথি ও বক্তরা।

রাজধানীর গুলশানের হোটেল লেকশোরের লা ভিটা ব্যাঙ্ককোয়েট হলে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত অর্থ বিলের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউনট্যান্টসের-এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

গত ৭ জুন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়। প্রস্তাবিত অর্থ বিল ব্যবসা-বাণিজ্যে কী ধরনের প্রভাব ফেলবে সে বিষয়ে সভায় আলোচনা করা হয়।

স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা পার্টনার জেরীন মাহমুদ হোসেন সভাটি পরিচালনা করেন। আয়কর, মূল্য সংযোজন কর ও কাস্টমস আইনের গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোম্পানিটির অপর পার্টনার স্নেহাশীষ বড়ুয়া।

এসব বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ বিশ্লেষণসহ বক্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার মুহম্মদ জাকির হোসেন, ফার্স্ট সেক্রেটারি মো. শাব্বির আহমেদ, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য হুমায়ুন কবির।

অনুষ্ঠানে কোম্পানিটি পার্টনার ফুয়াদ উদ্দিন খান, সুকান্ত ভট্টাচার্যসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।