বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি ৬.৭ শতাংশ

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

দ্বিতীয় প্রান্তিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত প্রান্তিকের তুলনায় সামান্য কমেছে। দেশটির সরকারি এক পরিসংখ্যানে বলা হয়, এপ্রিল, মে ও জুন—এই তিন মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। অবশ্য বিশ্লেষকেরাও প্রবৃদ্ধি এমন হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় ৬ দশমিক ৮ শতাংশ। তবে কমলেও লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে প্রবৃদ্ধির হার। চলতি বছরে সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধ নিয়ে উদ্বিগ্ন চীন সরকার। জুন থেকে চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্কের বোঝা বসেছে।