দেশেই তৈরি হয় প্রোপেলার

বাংলাদেশেই তৈরি হচ্ছে উন্নত মানের প্রোপেলার। প্রোপেলার হলো পাখা, যা বিভিন্ন উড়োজাহাজ ও নৌযানে থাকে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ডকইয়ার্ড এলাকায় রয়েছে প্রোপেলার তৈরির কয়েকটি কারখানা। এসব কারখানায় জাহাজ থেকে শুরু করে ট্রলারের জন্য প্রোপেলার তৈরি করেন শ্রমিকেরা। এখানে পাওয়া যায় ৩০ হাজার থেকে ৫ লাখ টাকা মূল্যের প্রোপেলার। পারিশ্রমিক হিসেবে একজন শ্রমিক সপ্তাহে গড়পড়তা পাঁচ হাজার টাকা মজুরি পেয়ে থাকেন। এসব কারখানার কারণে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে বলে জানান কারখানার মালিকেরা—যদিও শ্রমিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন রয়েছে। সাম্প্রতিক ছবি।

১ / ৭
প্রোপেলার তৈরির জন্য মেঝেতে ছাঁচ তৈরি করছেন শ্রমিকেরা।
প্রোপেলার তৈরির জন্য মেঝেতে ছাঁচ তৈরি করছেন শ্রমিকেরা।
২ / ৭
বিভিন্ন ধাতব বস্তু গলিয়ে তৈরি হয় প্রোপেলার। সেসব কাঁচামালই গলানো হচ্ছে।
বিভিন্ন ধাতব বস্তু গলিয়ে তৈরি হয় প্রোপেলার। সেসব কাঁচামালই গলানো হচ্ছে।
৩ / ৭
তরল ধাতু ছাঁচে ফেলার প্রস্তুতি চলছে। এ এক মহাযজ্ঞ যেন।
তরল ধাতু ছাঁচে ফেলার প্রস্তুতি চলছে। এ এক মহাযজ্ঞ যেন।
৪ / ৭
ধাতব পাত্রে টগবগে তরল ধাতু।
ধাতব পাত্রে টগবগে তরল ধাতু।
৫ / ৭
তরল ধাতু ছাঁচে ফেলার চেষ্টায় শ্রমিকেরা। একটু অসতর্কতায় হতে পারে অপূরণীয় ক্ষতি।
তরল ধাতু ছাঁচে ফেলার চেষ্টায় শ্রমিকেরা। একটু অসতর্কতায় হতে পারে অপূরণীয় ক্ষতি।
৬ / ৭
অবশেষে ছাঁচে ঢালা হচ্ছে গলিত ধাতু।
অবশেষে ছাঁচে ঢালা হচ্ছে গলিত ধাতু।
৭ / ৭
ছাঁচ থেকে বের করে আনা হয়েছে প্রোপেলার। ঘষামাজার কাজ করছেন দুজন।
ছাঁচ থেকে বের করে আনা হয়েছে প্রোপেলার। ঘষামাজার কাজ করছেন দুজন।