মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা পেল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

গবেষণায় অবদানের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে (বিএফআরআই) সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক। ছবি: সংগৃহীত
গবেষণায় অবদানের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে (বিএফআরআই) সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক। ছবি: সংগৃহীত

গবেষণায় অবদানের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে (বিএফআরআই) সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার প্রদান করেছে মার্কেন্টাইল ব্যাংক। ব্যাংকটির ২০ বছর পূর্তি উপলক্ষে এ পদক দেওয়া হয়।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পদক প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বিএফআরআইয়ের পক্ষে এ পদক গ্রহণ করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

মার্কেন্টাইল ব্যাংকের ২০ বছর পূর্তি উপলক্ষে সম্মাননার জন্য নির্বাচিতরা হলেন শিক্ষায় ড. তোফায়েল আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণায় ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ (বীর উত্তম), অর্থনীতি ও অর্থনীতিবিষয়ক গবেষণার জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, শিল্প ও বাণিজ্যে আাবুল কাশেম, ক্রীড়ায় মো. মোশাররফ হোসেন খান। পদকপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারস্বরূপ দুই ভরি ওজনের স্বর্ণপদক, তিন লাখ টাকা ও ক্রেস্ট দেওয়া হয়েছে।