২৪ হাজার উদ্যোক্তা তৈরি করবে বিডা

বিডা
বিডা

দেশে ২০২০ সালের মধ্যে ২৪ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংস্থাটি এ লক্ষ্যে ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ শিরোনামের একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

আজ রাজধানীর হোটেল র‍্যাডিসনে এ প্রকল্পের আওতায় উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। এ ছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডা এ খবর জানিয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম প্রশিক্ষকদের সাফল্য কামনা করে বলেন, এই প্রশিক্ষণ সমাপ্তির মাধ্যমে দেশব্যাপী উদ্যোক্তা তৈরির যাত্রা শুরু হলো। আগামীর পৃথিবী হবে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর। তাই দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। দেশের ৬৪ জেলায় প্রশিক্ষকদের মাধ্যমেই তৈরি হবে অসংখ্য উদ্যোক্তা। অনুষ্ঠানে ৬৪ জন প্রশিক্ষকের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।