ইসলাম ও নৈতিক শিক্ষা

সঠিক উত্তর  অংশ-১০
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।

অধ্যায়-২
১৩. ইসলামের পরিভাষায় আহকাম-আরকানসহ বিশেষ নিয়মে আল্লাহ তাআলার এবাদত করাকে কী বলে?
ক. জাকাত খ. সাওম গ. হজ ঘ. সালাত
উত্তর: ঘ. সালাত।
১৪. ‘সালাত দীন ইসলামের খুঁটি।’— উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহ তাআলা খ. রাসূল (সা.)
গ. হজরত আবু বকর (রা.)
ঘ. হজরত আলী (রা.)
উত্তর: খ. রাসূল (সা.)।
১৫. কোনো বান্দা যদি প্রতিদিন পাঁচবার সালাত আদায় করে, তার কোনটি থাকবে না?
ক. নেকি খ. গুনাহ গ. হাশর ঘ. আখিরাত
উত্তর: খ. গুনাহ।
১৬. ‘সালাত জান্নাতের চাবি’— উক্তিটি কে করেছেন?
ক. হজরত আদম (আ.) খ. মহানবী (সা.)
গ. হজরত আবু বকর (রা.)
ঘ. হজরত আলী (রা.)
উত্তর: খ. মহানবী (সা.)।
১৭. সালাত মানুষের কী উপকার করে?
ক. দীর্ঘায়ু দান করে খ. সমাজে সম্মান দান করে
গ. খারাপ কাজ থেকে দূরে রাখে
ঘ. জাহান্নামের প্রবেশাধিকার দেয়
উত্তর: গ. খারাপ কাজ থেকে দূরে রাখে।
১৮. সালাত আদায়ের মাধ্যমে সময়ানুবর্তী হতে পারবে কীভাবে?
ক. সময়মতো রোজা রাখার মাধ্যমে
খ. সময়মতো মোনাজাতের মাধ্যমে
গ. সময়মতো সালাত আদায়ের মাধ্যমে
ঘ. সালাত অনিয়মিত আদায়ের মাধ্যমে
উত্তর: গ. সময়মতো সালাত আদায়ের মাধ্যমে।
১৯. সালাতের প্রতিটি কাজ নিয়ম অনুসারে শৃঙ্খলার সঙ্গে আদায় করতে হয়।—এ থেকে তুমি কী শিখবে? ক. বিশৃঙ্খলা খ. শত্রুতা
গ. পিতামাতার শ্রদ্ধা করা ঘ. নিয়মশৃঙ্খলা
উত্তর: ঘ. নিয়মশৃঙ্খলা।
২০. সালাতের ফরজ কয়টি?
ক. ১৪টি খ. ১২টি গ. ১০টি ঘ. ৮টি
উত্তর: ক. ১৪টি।
২১. সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলো করতে হয় সেগুলোকে কী বলে?
ক. আরকান খ. তাহরিমা গ. সাওম ঘ. আহকাম
উত্তর: ঘ. আহকাম।
২২. সালাতের আহকাম কয়টি?
ক. ৭টি খ. ১৪টি গ. ১২টি ঘ. ১৮টি
উত্তর: ক. ৭টি।
২৩. সালাতের আহকাম পালন করতে হয় কখন?
ক. সালাতের শেষে খ. রোজার শেষে
গ. সালাতের ভেতরে ঘ. সালাত শুরুর আগে
উত্তর: ঘ. সালাত শুরুর আগে।

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল