পৌরনীতি ও নাগরিকতা

মান-৩০ সময়-৩০ মিনিট

১। নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি রয়েছে?

ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
২। অধিকার কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৩। সুনাগরিকের প্রধান গুণ কয়টি?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৪। সিভিটার্স শব্দের অর্থ কী?
ক. নগর খ. নগররাষ্ট্র গ. রাষ্ট্র ঘ. সমাজ
৫। পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র রয়েছে?
ক. ২০৬টি খ. ২০৭টি গ. ৪০৭টি ঘ. ৪০৮টি
৬। জ্যা জ্যাক রুশো কে?
ক. ফরাসি দার্শনিক খ. ইতালিয়ান দার্শনিক
গ. যুক্তরাষ্ট্রীয় দার্শনিক ঘ. ব্রিটিশ দার্শনিক
৭। আইনকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. ১ ভাগে খ. ২ ভাগে
গ. ৩ ভাগে ঘ. ৪ ভাগে
৮। ‘ল অব দ্য কনস্টিটিউশন’ কার আইন?
ক. অধ্যাপক ডাইজির খ. ব্যাক স্টোনের
গ. কার্ল মার্ক্সের ঘ. হিরোডেটাসের
৯। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ১ ভাগে খ. ২ ভাগে গ. ৩ ভাগে ঘ. ৪ ভাগে
১০। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে ঘ. ১৯৭৪ সালে
১১। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?
ক. সচিব খ. মন্ত্রী গ. প্রধানমন্ত্রী ঘ. রাষ্ট্রপতি
১২। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু কোনটি?
ক. জেলা খ. মন্ত্রণালয়
গ. সচিবালয় ঘ. উপজেলা
১৩। বাংলাদেশে মোট কতটি প্রশাসনিক উপজেলা রয়েছে?
ক. ৪৮৭টি খ. ৪৮৮টি গ. ৫০০টি ঘ. ৬০০টি
১৪। কোন দেশে যুক্তরাষ্ট্রীয় সরকারপদ্ধতি বিদ্যমান রয়েছে?
ক. ভারতে খ. বাংলাদেশে
গ. চীনে ঘ. নেপালে
১৫। রাষ্ট্রের চালিকাশক্তিকে কী বলা হয়?
ক. ধর্ম খ. প্রথা গ. সংবিধান ঘ. আইন
১৬। ‘ম্যাগনাকার্টা’ কোন সালে প্রণীত হয়?
ক. ১০১০ সালে খ. ১০১৫ সারে
গ. ১১১৫ সালে ঘ. ১২১৫ সালে
১৭। বাংলাদেশের সংবিধান কোন সালে প্রণীত হয়?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৮০ সালে
১৮। সংশোধনীর ভিত্তিতে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১৯। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন—
ক. ড. কামাল হোসেন
খ. ড. মোতাহের হোসেন
গ. আকবর আলি খান ঘ. সৈয়দা মুর্শিদা হক
২০। বাংলাদেশ সংসদের মেয়াদ কত বছর?
ক. ৩ বছর খ. ৪ বছর
গ. ৫ বছর ঘ. ৬ বছর
২১। ‘আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫০ সালে ঘ. ১৯৭১ সালে
২২। প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে কী বলে?
ক. ভোট খ. প্রথা
গ. সংবিধান ঘ. নির্বাচন
২৩। নির্বাচন কত প্রকার?
ক. ১ প্রকার খ. ২ প্রকার
গ. ৩ প্রকার ঘ. ৪ প্রকার
২৪। বাংলাদেশের জাতীয় সংসদে কতটি সংরক্ষিত আসন রয়েছে?
ক. ৫০টি খ. ৬০টি
গ. ৭০টি ঘ. ৮০টি
২৫। বাংলাদেশে পার্বত্য জেলা কয়টি?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
২৬। কোনটি সুনাগরিকের বৈশিষ্ট্য?
i. বুদ্ধি ii. বিবেক iii. নির্ভরশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৭। উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কোনটি?
i. সুস্পষ্ট ii. অপরিবর্তনশীল iii. সংক্ষিপ্ত
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দীপা ‘ক’ নামের একটি দেশে বাস করে। তার রাষ্ট্রে সাধারণ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের ভোটে সরকারপ্রধান নির্বাচিত হয়।
২৮। ‘ক’ নামের রাষ্ট্র কী ধরনের রাষ্ট্র?
ক. পুঁজিবাদী রাষ্ট্র খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
গ. গণতান্ত্রিক রাষ্ট্র ঘ. একনায়কতান্ত্রিক রাষ্ট্র
২৯। ‘ক’ নামের রাষ্ট্রের শাসনব্যবস্থার গুণ কোনটি?
i. দায়িত্বশীল শাসন
ii. বিপ্লবের সম্ভাবনা কম
iii. সাম্য ও সম-অধিকারের প্রতীক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
খ নামের একটি দেশের বেশির ভাগ নাগরিক অক্ষরজ্ঞানহীন। তারা নিজের নাম পর্যন্ত লিখতে পারে না।
৩০। ‘খ’ নামের দেশটির নিরক্ষতা দূরীকরণে সরকারের করণীয় কী?
i. বয়স্ক শিক্ষা চালু করা
ii. শিক্ষার জন্য ঋণ দেওয়া
iii. জনগণকে প্রচুর খাবার দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

মডেল টেস্টের সঠিক উত্তর
এসএসসি পরীক্ষার প্রস্তুতি: বিশেষ মডেল টেস্ট-৯: পৌরনীতি ও নাগরিকতা

১. খ ২. ক ৩. গ ৪. খ ৫. ক ৬. ক ৭. গ ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. গ ২১. খ ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. গ ২৮. গ ২৯. ঘ ৩০. ক
সহকারী শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর