সূত্র, বিক্রিয়া, একক ভুল কোরো না

রসায়ন তথ্যপ্রমাণবিষয়ক বিজ্ঞান। ফলে এর উত্তর ও সূত্র, প্রমাণ বা যুক্তি দিয়ে লিখতে হবে। জ্ঞানমূলক প্রশ্নে বেশি কিছু লেখার সুযোগ কম। অপ্রয়োজনীয় কিছু লিখবে না। অনুধাবনে নম্বর ২, চেষ্টা করবে সংশ্লিষ্ট বিষয়ে একটি সংজ্ঞা দেওয়ার পর নিজের মতো করে বিষয়টি বুঝিয়ে লিখতে। প্রয়োগের প্রশ্নে যদি সরাসরি অঙ্ক আসে, তবে সংশ্লিষ্ট সূত্রটি লিখে তার প্রতীকগুলোর বর্ণনা এককসহ দেবে, এরপর মান বসিয়ে অঙ্কটি করবে। রসায়নে গাণিতিক সমাধান ব্যতীত অন্য প্রয়োগে (যেমন কোন ধরনের বন্ধন? কোনটি? কোন বিক্রিয়া? ইত্যাদি) সংশ্লিষ্ট বিষয়ে একটি সংজ্ঞা দেওয়ার পর সংজ্ঞাটিকে নিজের মতো করে বিষয়টি বুঝিয়ে লিখবে, তারপর উদ্দীপকের কথা অনুযায়ী লিখবে। প্রথমেই উদ্দীপকের কথা অনুযায়ী লিখলে উত্তরের অংশ ছোট হয়ে যেতে পারে। এখানে ৩ নম্বর জ্ঞান+অনুধাবন+প্রয়োগের জন্য ভাগ করা। সব সময় মনে রাখবে, বেশি লিখতে গিয়ে অপ্রয়োজনীয় বিষয় লিখলে পরীক্ষকদের বিরক্তির কারণ হতে পারে। একইভাবে উচ্চতর দক্ষতায় ৪ নম্বরের শেষেরটি যুক্তি বা মতামতের জন্য নির্ধারিত। রসায়নে সাজেশন হয় না। তবে উচ্চতর দক্ষতার জন্য নিচের বিষয়গুলো অনুশীলন করবে— রাদারফোর্ড ও বোর মডেলের তুলনা, কোয়ান্টাম সংখ্যা, শক্তিস্তরের ধাপান্তরসংক্রান্ত গাণিতিক সমস্যা, অধঃক্ষেপ পড়বে কি না? (দ্রাব্যতা-দ্রব্যতার গুণফল) গণিতের মাধ্যমে প্রকাশ করতে হবে, H2S-এর প্রভাবে (HCl) দুটি আয়নের মধ্য থেকে একটিকে অধঃক্ষিপ্তকরণ। অন্যান্য হ্যালোজেনের সঙ্গে ফ্লোরিনের তড়িত্ ঋণাত্মকতা/ইলেকট্রন আসক্তির ব্যতিক্রমতা, সংকরণ একই কিন্তু আকৃতি ভিন্ন, K4[Fe(CN)6]-এর বন্ধন প্রকৃতি, জটিল আয়নের বর্ণ প্রদর্শনের কারণ।
H-এর মান নির্ণয়, জ্বালানি হিসেবে কোনটি অধিক উপযোগী, জারণ বিজারণ (কোনটি রিডক্স-কোনটি নন রিডক্স তা শনাক্তকরণ), লা-শাতেলিয়েরের নীতি, জারণ সংখ্যা নির্ণয়, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপে F-এর উপস্থিতি, একটি পাত্রের মধ্যে অপর একটি দ্রবণ যোগ করলে pH-এর মানের কোনো পরিবর্তন ঘটবে কি না।
মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি
খুলনা জিলা স্কুল, খুলনা