'সি' ইউনিটের ৪৪৮ আসনে পরীক্ষার্থী ১৪৩১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। চলবে ২৯ অক্টোবর রোববার পর্যন্ত। সকালে ‘সি’ ইউনিটের বাণিজ্য অনুষদের পরীক্ষা হবে। ইতিমধ্যে ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ‘সি’ ইউনিটের ৪৪৮টি আসনের জন্য পরীক্ষার্থী দেবে ১৪ হাজার ৩১০ জন। ভর্তি পরীক্ষা শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র দেখে শিক্ষার্থীদের সকাল সাড়ে ১০টায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। প্রশ্নপত্র দেওয়া হবে বেলা সোয়া ১১টায়। পরীক্ষা চলবে দুপুর সোয়া ১২টা পর্যন্ত।

সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে সাড়ে ৭০০ পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা তৎপর থাকবেন। ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে নিয়মিত শাটল ট্রেনের পাশাপাশি চলবে এক জোড়া ডেমু ট্রেনও।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা চারটি ইউনিটে অনুষ্ঠিত হবে। মেধাতালিকা অনুসারে পরীক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী অনলাইনে বিষয় নির্ধারণ করে দেওয়া হবে। আজ ‘সি’ ইউনিট, আগামীকাল ২৭ অক্টোবর ‘ডি’ ইউনিট, ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট ও ২৯ অক্টোবর ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি ইউনিটের ৪ হাজার ৯২৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ২৬ হাজার ৭৭টি। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ২৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (admission.eis.cu.ac.bd) থেকে জানা যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের আসন তাদের প্রবেশপত্রে নির্দেশিত আছে। আজকের পরীক্ষার আসন বিন্যাস ইতিমধ্যে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও জানিয়ে দেওয়া হয়েছে।