চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার রাত নয়টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলা প্রকাশের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ‘ক’ গ্রুপে (প্রকৌশল বিভাগগুলো) উত্তীর্ণ ৬৭০ জনের মেধাতালিকা ও ২ হাজার ৩৩০ জনের অপেক্ষমাণ তালিকা এবং ‘খ’ গ্রুপে (স্থাপত্য বিভাগ) উত্তীর্ণ ৩০ জনের মেধাতালিকা এবং ৮৯ জনের অপেক্ষমাণ তালিকা প্রকাশিত হয়। এ ছাড়া উপজাতীয় ও রাখাইন সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসনে নয়জনের মেধাতালিকা এতে প্রকাশ করা হয়। ১ নভেম্বর অনুষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় ৫ হাজার ৬৫৯ শিক্ষার্থী অংশ নেন।

রেজিস্ট্রার ফারুক-উজ-জামান চৌধুরী বলেন, মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তির নিয়মাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cuet.ac.bd/admission) পাওয়া যাবে। পরবর্তী সময়ে আসন খালি থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমাণ তালিকা ২৩ নভেম্বর প্রকাশ করা হবে।