যবিপ্রবির সমাবর্তন ৭ ফেব্রুয়ারি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সমাবর্তন বক্তা করা হয়েছে নোবেল জয়ী বিজ্ঞানী রবার্ট হিউবারকে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সমাবর্তন বক্তা করা হয়েছে নোবেল জয়ী বিজ্ঞানী রবার্ট হিউবারকে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সমাবর্তন বক্তা করা হয়েছে নোবেলজয়ী বিজ্ঞানী রবার্ট হিউবারকে। 

আজ শনিবার দুপুরে উপাচার্য আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, ‘এবারের সমাবর্তনে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই প্রথম এশিয়া মহাদেশের বাইরের কোনো নোবেল বিজয়ী বিজ্ঞানী সমাবর্তন বক্তা হিসেবে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আসছেন।’ গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করে ১৯৮৮ সালে রসায়ন শাস্ত্রে জার্মানির এ নাগরিক নোবেল জয় করেন। তিনি ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর বায়োকেমিস্ট্রিতে ইমেরিটাস ডিরেক্টর হিসেবে আছেন।

পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের জন্য এ সমাবর্তনে আটজন গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর স্বর্ণ পদক, পাঁচজনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ৫৬ জনকে ডিন অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিয়ম অনুযায়ী সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন বিপ্লব কুমার বিশ্বাস, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ওমর ফারুক, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন নাসিম রেজা, বিজ্ঞান অনুষদের ডিন এএমএম মুজাহিদুল হক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন জিয়াউল আমিন, রেজিস্ট্রার আহসান হাবীব প্রমুখ।