এসএসসির ফল ৬ মে

এসএসসি পরীক্ষা। ফাইল ছবি
এসএসসি পরীক্ষা। ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৬ মে প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখিতভাবে এই সময় জানানো হয়েছে। ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানানো হবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছিলেন, ৬ মে ফল প্রকাশ করা হতে পারে। এদিন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেছিলেন, তাঁরা ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন।

গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ৮ মার্চ।