বাংলা

বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ

প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’। এসো তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেওয়ার মধ্য দিয়ে আজকের পাঠ শুরু করা যাক।

n শব্দগুলোর অর্থ লেখো।

অনুরাগ, রক্তরঞ্জিত, নিথর, রণক্ষেত্র, অন্তরীক্ষে, শয়ান

উত্তর:

প্রদত্ত শব্দ  শব্দের অর্থ

অনুরাগ    স্নেহ, আদর, আকর্ষণ

রক্তরঞ্জিত রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন

নিথর      স্থির, শান্ত

রণক্ষেত্র    যুদ্ধের মাঠ

অন্তরীক্ষে   আকাশ, মহাশূন্য

শয়ান      শুয়ে আছে এমন

n উপযুক্ত শব্দ দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো।

ক. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা —।

খ. বাংলার — মাটিতে পড়ে রইল নূর মোহাম্মদ শেখের নিথর দেহ।

গ. রউফ — সালের — মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

ঘ. বীরশ্রেষ্ঠ — জন্ম ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলের মহেশখালি গ্রামে।

ঙ. লাখো প্রাণের বিনিময়ে আমরা — মুক্ত করেছি।

# উত্তরসহ পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল