দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি নিচ্ছে না ভিকারুননিসা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে দ্বিতীয় মেধা তালিকা থেকে ছাত্রীদের ভর্তি করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কলেজ পরিবর্তনে (মাইগ্রেশন) ইচ্ছুক ছাত্রীরাও এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগে বলা হয়। এ জন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা রাজধানীর বেইলি রোডে কলেজের সামনে অবস্থান নিয়েছেন।
কলেজের সামনে অবস্থান নেওয়া একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে মাইগ্রেশনের পর ভিকারুননিসার জন্য মনোনীত হয়েছে। কিন্তু এ কলেজে তাঁকে ভর্তি করা হচ্ছে না। তাঁর মেয়ের মতো আরও বেশ কিছু শিক্ষার্থীর বেলায় এই সমস্যা হচ্ছে। তিনি বলেন, অবস্থান করা অভিভাবকদের মধ্যে তিনজনকে কলেজ কর্তৃপক্ষ ডেকে নিয়ে জানায়, কলেজে আসন খালি আছে ১৩ টি। এর মধ্যে তাদের নিজেদের স্কুলের ছাত্রীদের ভর্তি আগে। এরপর বাইরের ছাত্রীদের ভর্তি করা হবে।
এই অভিভাবক প্রশ্ন রাখেন, ‘আমরা তো বোর্ডের তালিকা অনুযায়ী এসেছি। তাহলে আমাদের কেন ভর্তি করা হবে না? ’
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক প্রথম আলোকে বলেন, অবশ্যই দ্বিতীয় মেধাতালিকা ও মাইগ্রেশন শিক্ষার্থীদের ভর্তি করাতে হবে। কলেজ অধ্যক্ষকে এ বিষয়ে ফোনে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ শূন্য আসনের ভিত্তিতেই এ তালিকা করা হয়েছে।
এ বিষয়ে ভিকারুননিসা নূনের অধ্যক্ষ সুফিয়া খাতুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।