প্রথম আলোর ক্যামেরায় খাজুরাহো নৃত্য উৎসব

ভারতের মধ্যপ্রদেশের খাজুরাহোয় গত সোমবারে শুরু হয়েছিল সপ্তাহব্যাপী শাস্ত্রীয় নৃত্য উৎসব ‘খাজুরাহো ড্যান্স ফেস্টিভ্যাল’। উৎসবের ৪৩তম আসরের ষষ্ঠ দিন ছিল গতকাল শনিবার। গতকালের কয়েকটি ছবি তুলে পাঠিয়েছেন রাসেল মাহ্‌মুদ

শনিবার বিকেলে বাংলাদেশ প্যাভিলিয়নে রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে নৃত্যনাট্য ‘আয় আমাদের অঙ্গনে’ পরিবেশন করেন। নির্দেশনা দিয়েছেন অমিত চৌধুরী।
শনিবার বিকেলে বাংলাদেশ প্যাভিলিয়নে রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে নৃত্যনাট্য ‘আয় আমাদের অঙ্গনে’ পরিবেশন করেন। নির্দেশনা দিয়েছেন অমিত চৌধুরী।
সাধনার শিল্পীদের নাচ ‘আয় আমাদের অঙ্গনে’।
সাধনার শিল্পীদের নাচ ‘আয় আমাদের অঙ্গনে’।
মূল মঞ্চে কত্থক পরিবেশন করেছেন ভারতের নয়াদিল্লির নীলাক্ষী রাই।
মূল মঞ্চে কত্থক পরিবেশন করেছেন ভারতের নয়াদিল্লির নীলাক্ষী রাই।
ওডিশি নৃত্য পরিবেশন করছেন ভুবনেশ্বরের শিল্পী সৌম্য বোস।
ওডিশি নৃত্য পরিবেশন করছেন ভুবনেশ্বরের শিল্পী সৌম্য বোস।
মণিপুরী নৃত্য পরিবেশন করেন মণিপুরের মানসি থিয়াম ও এন অনুসেনা দেবী।
মণিপুরী নৃত্য পরিবেশন করেন মণিপুরের মানসি থিয়াম ও এন অনুসেনা দেবী।
দলীয় কত্থক পরিবেশন করেন ইন্দোরের সুচিত্রা হালমারকার ও তাঁর দল।
দলীয় কত্থক পরিবেশন করেন ইন্দোরের সুচিত্রা হালমারকার ও তাঁর দল।