ঢাকায় এসে বন্ধুদের মাঝে সংগীতশিল্পী সাহানা

সাহানা বাজপেয়ী
সাহানা বাজপেয়ী

‘আমি ঠিক ১০ বছর পর ঢাকায় এসেছি। মজার ব্যাপার জানেন, আমি যেদিন ঢাকা ছেড়ে গেছি, সেদিন ছিল ২০০৮ সালের ৪ মে। এবার ঢাকায় এসেছি সেই ৪ মে তারিখে।’ বললেন সাহানা বাজপেয়ী, সংগীতশিল্পী। গতকাল শুক্রবার সকালে ঢাকায় এসেছেন তিনি।

সাহানা বাজপেয়ী, মীম রশীদ ও ইরেশ যাকের
সাহানা বাজপেয়ী, মীম রশীদ ও ইরেশ যাকের

আজ শনিবার সকালে প্রথম আলোকে বললেন, ‘লন্ডন থেকে এসেছি। গতকাল সকালে এসেই বিশ্রাম নিতে হয়েছে। আজ একটু বের হয়েছি। এত বছর পর ঢাকায় এসে খুব ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে।’

মিথিলা, সাহানা বাজপেয়ী ও মীম রশীদ
মিথিলা, সাহানা বাজপেয়ী ও মীম রশীদ

জানালেন, এবার তিনি গানবাংলা টিভিতে ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে গান করবেন। ৮ থেকে ১১ মে পর্যন্ত ব্যস্ত থাকবেন এই রেকর্ডিং নিয়ে। এর মধ্যে মহড়াও করবেন। এর মাঝে একটি ছোট অনুষ্ঠানে গান গাওয়ার কথা আছে।

জয়িতা ও সাহানা বাজপেয়ী
জয়িতা ও সাহানা বাজপেয়ী

এর আগে আট বছর ঢাকায় ছিলেন সাহানা বাজপেয়ী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বিয়ে করেছিলেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণবকে। একসময় তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। ওই সময় সাহানা বাজপেয়ীর গাওয়ার কিছু গান তরুণদের মাঝে দারুণ জনপ্রিয় হয়।

সাহানা বাজপেয়ী জানান, এখন তিনি স্থায়ীভাবে আছেন লন্ডনে। সেখানে ইউনিভার্সিটি অব লন্ডনে বাংলা পড়াচ্ছেন।