ঈদ ঘিরে ব্যস্ততা নেই শুটিংবাড়িতে!

গতকাল শুটিংয়ের ফাঁকে সেলফি তুলছেন অভিনয়শিল্পী ইলোরা গওহর, ইরফান সাজ্জাদ, নির্মাতা হিমেল আশরাফ ও অভিনেত্রী তিশা। ছবি: খালেদ সরকার
গতকাল শুটিংয়ের ফাঁকে সেলফি তুলছেন অভিনয়শিল্পী ইলোরা গওহর, ইরফান সাজ্জাদ, নির্মাতা হিমেল আশরাফ ও অভিনেত্রী তিশা। ছবি: খালেদ সরকার

মুঠোফোনে কারও সঙ্গে কথা বলছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ‘জি, রাতে হলে পারব। ঈদের আগ পর্যন্ত আর আর কোনো শিডিউল ফাঁকা নাই। গল্পটা তো রাতেরই, সমস্যা কী?’ আপন ঘর-৩ নামের শুটিংবাড়ির মেকআপ রুমে কোনো নির্মাতার সঙ্গে কথা বলছিলেন তিনি। কথা শেষ করে বললেন, ‘খুব বাজে অবস্থা। মাঝে অনেক দিন শুটিং করিনি। এখন মনে হচ্ছে সব কাজ একসঙ্গে করতে হচ্ছে।’

গতকাল তিনি উত্তরায় শুটিং করছিলেন মাসুম শাহরিয়ারের রচনা ও হিমেল আশরাফের পরিচালনায় অস্পৃশ্য নামের একটি টেলিছবির। এতে আরও অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, ইলোরা গওহরসহ অনেকেই। ইরফান সাজ্জাদ বললেন, ‘ঈদে বেশ কিছু কাজ করলাম। গতকালও ছিলাম আউটডোর।’ ঈদের জন্য নির্মিত এই টেলিছবিটি প্রচারিত হবে চ্যানেল আইতে।

আপন ঘর শুটিংবাড়ির একটা রাস্তা পার হলেই লাবণী-৪ শুটিংবাড়ি। চারতলা ভবনটা ফাঁকা। ঈদ ঘিরে ব্যস্ততা নেই। বাড়িটির মালিক আসলাম হোসেন বললেন, ‘মাথাটা গরম হয়ে আছে ভাই। ঈদের মাস মনেই হচ্ছে না। টানা তিন দিন ফাঁকা। সামনে ১৭ মে থেকে শুটিং আছে। এ রকম অবস্থা কোনো ঈদের আগে হয়নি।’

একই কথা বললেন শুটিং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি খলিলুর রহমান। বললেন, ‘বিশ্বকাপ আর ঈদ একসঙ্গে হওয়ায় আমাদের ব্যবসায় পুরো ধস। গত বছর ঈদের মতো এত কাজ নেই। সবাই নাকি কক্সবাজার আর দেশের বাইরে শুটিং করছেন।’

আবদুল্লাহপুরের ফায়দাবাদে একটি বাড়িতে চন্দ্রজয় নামে নাটকের শুটিং করছিলেন নির্মাতা মুরসালিন শুভ। আবু রাজীনের লেখা নাটকটিতে অভিনয় করছেন মোশাররফ করিম ও স্নিগ্ধা মোমিন। অলিগলি পেরিয়ে যেতে হয় সেই বাড়িতে। এটা কোনো পেশাদার শুটিং বাড়ি নয়। সেখানে একটি দৃশ্যধারণ শেষ হতেই পুরো ইউনিট ছুটল পাশের তুরাগ নদের ধারে।

যেতে যেতে মোশাররফ বললেন, ‘টানা এক সপ্তাহ ছিলাম কক্সবাজার। তার আগে ছিলাম দেশের বাইর। বেশ কিছুদিন পর ঢাকায় শুটিং করছি।’ কথা বলতে বলতে জানালেন, এবার তিনি কথা রেখেছেন। ঈদের জন্য বেছে বেছে কাজ করেছেন। আগামী ১৫ জুন পর্যন্ত সময় নেই তাঁর। বললেন, ‘১৫ জুনের পর ঈদ আর অবকাশ যাপনের জন্য কদিন ছুটি নেব।’

৩ নম্বর সেক্টরের ক্ষণিকালয় শুটিংবাড়িতে ব্যস্ত ছিলেন নির্মাতা মাবরুর রশীদ। হোম টিউটর নামের এই নাটকটি এবারের ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। অভিনয় করছেন আফরান নিশো ও তানজিন তিশা। মাবরুর রশীদ বললেন, ‘এবারের ঈদে সাতটি নাটক নির্মাণ করব। মাত্র দুটি শেষ হলো।’

শুটিংবাড়িতে চাপ না থাকলেও ব্যস্ত আছেন তারকা ও নির্মাতারা। বেশ কজন নির্মাতাই জানালেন, ঈদের নাটকে বাজেট বেশি থাকে। সবাই একটু নতুন জায়গায় ভালো গল্প নিয়ে কাজ করতে চায়। এ কারণে অন্য লোকেশন খোঁজে। উত্তরার শুটিংবাড়িতে এ কারণেই কম দেখা যায় তাঁদের। তবে শুটিং যেখানেই হোক নিজেদের সেরা নির্মাণের গল্পটা এবার দেখাতেন চান দর্শকদের।