ভাবনার উপন্যাস থেকে তৈরি হচ্ছে টেলিছবি

গুলনেহার টেলিছবিতে দিলারা জামান ও ভাবনা
গুলনেহার টেলিছবিতে দিলারা জামান ও ভাবনা

এ বছর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছিল অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রথম উপন্যাস ‘গুলনেহার’। এবার ওই উপন্যাস অবলম্বনে একই শিরোনামে নির্মিত হচ্ছে টেলিছবি। এটি নির্মাণ করছেন অনিমেষ আইচ। গুলনেহার নামে এক বৃদ্ধার গল্প বলেছেন ঔপন্যাসিক ও অভিনেত্রী ভাবনা। সেটাই পর্দায় তুলে আনার দায়িত্ব নিয়েছেন অনিমেষ আইচ। ভাবনার ভাষায়, ‘আমার গুলনেহার জীবন্ত হয়ে উঠছে। এখন তাঁকে আমি সামনে দেখতে পাচ্ছি। এটা সত্যি আমার জন্য অন্য রকম অনুভূতি।’

টেলিছবিতে ‘গুলনেহার’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান। এই বৃদ্ধার তরুণ বয়সী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ভাবনাকেই।

উপন্যাসটি থেকে টেলিছবি নির্মাণ প্রসঙ্গে পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘ভাবনার উপন্যাসটি পড়ার পরপরই ভালো লেগে গিয়েছিল। তখনই মনে হয়েছিল ঈদে একটা অন্য রকম কাজ করব। কিছুদিন আগে আমি আর ভাবনা মিলে এটির চিত্রনাট্য করেছি। এটা একটা মানবিক গল্প। সব সময় তো আমরা তরুণদের নিয়ে ঈদের নাটক নির্মাণ করি। এবার একটু বয়স্ক মানুষের অনুভূতি নিয়ে কাজ করার চেষ্টা করছি।’

কয়েক দিন আগেই অবশ্য দিলারা জামান এই টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। বলেছিলেন, ‘এমনিতেই নাটকে মায়েদের চরিত্র কমতে শুরু করেছে। ঈদের সময় তো আমাদের কাজ আরও কমে যায়। সে জায়গায় আমাকে নিয়েই গল্প। আমি সত্যিই আনন্দিত।’

টেলিছবিটির শুটিং চলছে ধামরাইয়ে। চলবে আরও কয়েক দিন। এতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, রোকেয়া প্রাচী, তমালিকা কর্মকার প্রমুখ। গুলনেহার আসছে ঈদে প্রচারিত হবে বাংলাভিশনে।