কলকাতায় আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়িকা ববিতা

ববিতা
ববিতা


কলকাতায় ‘১৭তম টেলি-সিনে অ্যাওয়ার্ড’ আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের বরেণ্য অভিনেত্রী ববিতা। এরই মধ্যে তা নিশ্চিত করেছে এই আয়োজনের সঙ্গে যুক্ত বাংলাদেশের ভার্সেটাইল মিডিয়া। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আগামী ২ জুন বিকেলে কলকাতার নজরুল মঞ্চে ববিতার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

টেলি-সিনের সেক্রেটারি মৃন্ময় কাঞ্জিলাল জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ববিতাকে এবার আজীবন সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ববিতা বলেন, ‘এটি আন্তর্জাতিক একটি স্বীকৃতি।’

ববিতা ভারতে সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’ ছবিতে অভিনয় করেন। ছবিটি মুক্তির ৪৫ বছর পূর্তি হচ্ছে এবার। জানা গেছে, এ উপলক্ষেই ববিতাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেন ববিতা। ‘অশনি সংকেত’ ছবিতে কাজ করার সময়ের সেই স্মৃতি মনে করে ববিতা বললেন, ‘ওই সময়ের বিভিন্ন ঘটনা খুব মনে পড়ছে। “অশনি সংকেত” ছবিটি আমাকে আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি এনে দিয়েছিল।’