বাবার সঙ্গে পর্দায় হাজির শ্বেতা বচ্চন

মেয়ে শ্বেতা বচ্চনের সঙ্গে অমিতাভ বচ্চন
মেয়ে শ্বেতা বচ্চনের সঙ্গে অমিতাভ বচ্চন


বলিউড তারকা অমিতাভ বচ্চনের পরিবারের প্রায় সবাই অভিনয়ের সঙ্গে যুক্ত। স্ত্রী জয়া বচ্চন গুণী অভিনেত্রী, ছেলে অভিষেক বচ্চন বাবার মতো জনপ্রিয়তা না পেলেও এখনো অভিনয় করে যাচ্ছেন। পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনও বলিউডে আছেন দীর্ঘদিন ধরে। শুধু মেয়ে শ্বেতা বচ্চনই এই জগৎ থেকে দূরে ছিলেন। এবার শ্বেতাও একই নৌকায় ভিড়ছেন। শিগগিরই পর্দায় দেখা যাবে তাঁকে। আর ক্যামেরার সামনে প্রথমবারেই তাঁর সহশিল্পী হয়েছেন বাবা অমিতাভ বচ্চন।

শ্বেতার সঙ্গে নিজের দুটি ছবি কোলাজ করে প্রকাশ করেন অমিতাভ।
শ্বেতার সঙ্গে নিজের দুটি ছবি কোলাজ করে প্রকাশ করেন অমিতাভ।


অভিনেতা অমিতাভ বচ্চনের দুই সন্তান শ্বেতা ও অভিষেক। বড় সন্তান শ্বেতার ১৯৯৭ সালে বিয়ে হয় ভারতের শিল্পপতি নিখিল নন্দার সঙ্গে। নিখিল বলিউডের প্রয়াত অভিনেতা রাজ কাপুরের নাতি। শ্বেতা ও নিখিলের সংসারেও দুই সন্তান নব্য নাভেলি ও অগস্ত্যা। সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে নব্যকে এখন অনেকেই চেনেন। বলিউডে জোর গুঞ্জন শিগগিরই বলিউডে নাম লেখাবেন সদ্য কৈশোর পেরোনো এই বালিকা। মেয়ের অভিষেকের আগেই মা শ্বেতাও ক্যামেরার সামনে দাঁড়ালেন। একটি গয়না প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটিকে তাঁর সঙ্গে থাকবেন বাবা অমিতাভ বচ্চন। অমিতাভ ২০১২ সাল থেকেই সেই গয়না প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত ছিলেন। ছেলে অভিষেকের সঙ্গে বড় পর্দায় কয়েকবার অভিনয় করলেও এবারই প্রথম বাপ-বেটি একসঙ্গে কাজ করলেন। শোনা যাচ্ছে, জুলাই মাস থেকে টিভি পর্দায় নতুন এই বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।

বাবা-মেয়ের বিজ্ঞাপনের কয়েকটি দৃশ্য
বাবা-মেয়ের বিজ্ঞাপনের কয়েকটি দৃশ্য


কয়েক দিন আগে শ্বেতার ছোটবেলার আর এখনকার দুটি ছবি পাশাপাশি রেখে ইনস্টাগ্রামে প্রকাশ করেন অমিতাভ। সেখানে তিনি লিখেন, ‘আমি তার (শ্বেতার) হাত ধরে রেখেছিলাম, ধরে আছি আর সারা জীবন এভাবেই তার হাত ধরে রাখব...শ্বেতা আমার প্রথম সন্তান।’

অভিনয়ে নতুন হলেও শ্বেতা কিন্তু আগে থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। হারপার কোলিন্স ইন্ডিয়া নামের একটি প্রকাশনা সংস্থা শ্বেতার লেখা উপন্যাস প্রকাশের উদ্যোগ নিয়েছে। নিজের প্রথম উপন্যাসের নাম শ্বেতা দিয়েছেন ‘প্যারাডাইজ টাওয়ারস’। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘একদিন প্রাতর্ভ্রমণের সময় আমার মাথায় প্যারাডাইজ টাওয়ারের ভাবনা আসে। আমি গল্প বলিয়ে পরিবার থেকে এসেছি। শৈশবে আমাদের সব সময় পড়তে ও লিখতে উৎসাহিত করা হতো। তখনই আমাদের কল্পনাগুলোকে ডানা মেলার জন্য একটি মুক্ত রাজ্য দেওয়া হয়েছিল।’

এক ফ্রেমে অমিতাভের পুরো পরিবার
এক ফ্রেমে অমিতাভের পুরো পরিবার


শ্বেতা বচ্চনের এই বইটি বাজারে আসবে আগামী অক্টোবর মাসে। তিনি বলেন, ‘কোনো গল্পের ধারণা মাথায় আসা আর তা কাগজে-কলমে লিপিবদ্ধ করা সম্পূর্ণ দুই জিনিস। আমার প্রথম বই প্রকাশ পেতে যাচ্ছে, এটি ভেবে আমি অবশ্যই উচ্ছ্বসিত। তবে পাঠক আমার উপন্যাস কীভাবে নেবেন, সেটা ভেবে কিছুটা চিন্তিতও বটে।’