তথ্যচিত্রের বিষয় নিরাপদ অভিবাসন

তথ্যচিত্রের সংলাপ নিয়ে আলোচনা করছেন হাসান আহমেদ চৌধুরী কিরণ, ফজলুর রহমান বাবু, আহসানুল হক মিনু ও সোহেল খান
তথ্যচিত্রের সংলাপ নিয়ে আলোচনা করছেন হাসান আহমেদ চৌধুরী কিরণ, ফজলুর রহমান বাবু, আহসানুল হক মিনু ও সোহেল খান

‘অভিবাসন খাতে অসাধু দালালদের চিহ্নিত করে তাদের নিগৃহীত করুন। অভিবাসী কর্মীদের প্রতারিত বা হয়রানি করলে, সে যে-ই হোক, তাকে শাস্তি পেতে হবে। আমাদের কর্মীরা ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমান। কিন্তু অদক্ষতা, ভাষাজ্ঞান না থাকা, চুক্তিপত্র না বোঝা, দালালের খপ্পরসহ নানা কারণে এসব নিরীহ ও দরিদ্র মানুষের একটি অংশ প্রতারণার শিকার হচ্ছেন।’ বললেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

নিরাপদ অভিবাসন নিয়ে সচেতনতামূলক তথ্যচিত্র নির্মাণ করেছেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। তথ্যচিত্রটির চিত্রনাট্য, সংলাপ ও নির্দেশনা দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে এই তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে প্রধান অতিথি ছিলেন নুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জনশক্তি ও বিএমইটি মহাপরিচালক মো. সেলিম রেজা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী এবং হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, বিদেশ গমনে ইচ্ছুক কর্মীরা যাতে প্রতারণার শিকার না হন, সে উদ্দেশ্যে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই নিরাপদ অভিবাসনবিষয়ক সচেতনতামূলক তথ্যচিত্র তৈরি করা হয়েছে।

তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যচিত্রের ডিভিডি হাতে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম, প্রবাসীকল্যাণসচিব নমিতা হালদার ও তথ্যচিত্রের নির্মাতা হাসান আহমেদ চৌধুরী কিরণ
তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যচিত্রের ডিভিডি হাতে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম, প্রবাসীকল্যাণসচিব নমিতা হালদার ও তথ্যচিত্রের নির্মাতা হাসান আহমেদ চৌধুরী কিরণ

তথ্যচিত্রের নির্মাতা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের বেশির ভাগ শ্রম অভিবাসী হতে ইচ্ছুক মানুষ জানে না বিদেশে কাজের জন্য গেলে কী কী ধাপ অনুসরণ করতে হয়। ফলে অনেকেই না জেনে অন্ধের মতো দালালদের খপ্পরে পড়ে বিদেশে কাজ করতে যায়। এরপর বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে আসে। কর্মস্থলে বেতন না পাওয়া, অধিক সময় কাজ করা, নির্যাতন, মারধরসহ নানা অত্যাচারের শিকার হতে হয় অভিবাসীদের। নির্যাতনের শিকার হয়ে অনেক কর্মী খালি হাতে দেশে ফিরে এসেছে। বিদেশ যাওয়ার আগে অবশ্যই বৈধ চুক্তিপত্র, ভিসার কপি, বেতন, কর্মস্থলের পরিবেশ, সর্বোপরি সুরক্ষা—এগুলো সঠিকভাবে যাচাই-বাছাই করেই বিদেশ যেতে হবে। এ বিষয়গুলো তথ্যচিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে।’

তথ্যচিত্রতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আহসানুল হক মিনু ও সোহেল খান।

আজকের অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বকাপ ফুটবল খেলার সময় তথ্যচিত্রটি বিভিন্ন টেলিভিশনে দেখানো হবে। এ ছাড়া তথ্যচিত্রটি পরে বিভিন্ন সময় দেখানো হবে।