এখনো সংখ্যা হিসাব করিনি: সজল

প্রায় আট বছর ধরে কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন না সজল। খণ্ডনাটক দিয়েই নিজের উপস্থিতি জানান দেন তিনি। এবারও ঈদের টিভি অনুষ্ঠানমালায় রয়েছে সজলের বেশ কিছু খণ্ডনাটক। এই অভিনেতা জানালেন, গত ঈদের চেয়ে এবার আরও বেশি নাটকে অভিনয় করছেন তিনি। নিজের সাম্প্রতিক কাজগুলো নিয়ে কথা বললেন প্রথম আলোর সঙ্গে।

ঈদের নাটকের শুটিংয়ে?
হ্যাঁ। উত্তরায় সুমন আনোয়ারের একটি নাটকে কাজ করছি, নাম টক ঝাল মিষ্টি। আমার বিপরীতে আছেন প্রভা।

এবারের ঈদের জন্য কতগুলো নাটকে কাজ করছেন?
গত বছর ঈদে প্রায় ১৫টি নাটকে কাজ করেছিলাম। এবার এখনো সংখ্যা হিসাব করিনি। তবে মনে হচ্ছে এবার বেশি হবে।

ঈদে ছবিয়াল রিইউনিয়ন, আয়নাবাজি অরিজিনাল সিরিজ বা অস্থির সময়ে স্বস্তির গল্পের মতো প্রকল্পভিত্তিক বা বিষয়ভিত্তিক নাটকে আপনাকে দেখা যায় না কেন?
বিষয়ভিত্তিক বা প্রকল্পভিত্তিক নাটক বুঝি না। গল্প ও পরিচালক পছন্দ হলেই আমি সেই নাটকে কাজ করি।

প্রায় ৮ বছর ধরে ধারাবাহিক নাটকে অভিনয় করেন না। কেন?
ধারাবাহিক নাটকে সময় ও মনোযোগ দিতে পারি না। এ কারণেই কাজ করি না।

ঈদের সময় বিশ্বকাপ ফুটবল খেলা পড়েছে। আপনার কি মনে হয় এবারের নাটকে এর প্রভাব পড়বে না?
এটা সত্যি যে, পুরো দেশেই বিশ্বকাপ ফুটবলের আমেজ শুরু হয়ে গেছে। ঈদের দুই দিন আগে থেকেই খেলা শুরু হয়ে যাবে। ঈদে সেই বিশ্বকাপের আমেজই থাকবে। তবে আমার মনে হয় ঈদ উত্সবে ছোট পর্দায় নাটক দেখার যে রীতি, তাতে খুব একটা প্রভাব পড়বে না।

যাঁকে বিয়ে করবেন তাঁর মধ্যে কোন গুণটি অবশ্যই থাকা চাই?
আমাকে বুঝতে পারা।

আপনার অভিনীত ‘হারজিৎ’ সিনেমা আটকে আছে বহুদিন। এটা আর মুক্তি পাবে, নাকি পাবে না?
কে বলল পাবে না? ঈদুল আজহার পরপরই নতুন করে কাজ শুরু হবে। শুধু গানের শুটিং বাকি আছে।

নিজের ফেসবুক মেসেঞ্জারে পাওয়া সবচেয়ে বিব্রতকর বার্তা কী?
এক মেয়েভক্ত পাঠিয়েছিল ‘আপনার নাকি বউ আছে, বাচ্চাও আছে?’