বিশ্বকাপে কবরী-ববিতা কে কোন দলে?

কবরী ও ববিতা
কবরী ও ববিতা

একজন বাংলাদেশি চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ অভিনেত্রী কবরী আর ববিতা সত্যজিৎ রায়ের ‘অনঙ্গ বউ’। একসময় বাংলাদেশি চলচ্চিত্র দাপিয়ে বেড়ানো এই দুই অভিনেত্রীর ভক্ত ও দর্শকের অভাব নেই। দেশে ও দেশের বাইরে এই দুই অভিনেত্রীর বহু ছবি প্রশংসিত হয়েছে। বাংলা চলচ্চিত্রের ভক্তদের কাছে অনেক আকাঙ্ক্ষিত এই অভিনেত্রীরা এবার বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতবেন। এবার বিশ্বকাপ ফুটবলে দুই কিংবদন্তি কে কোন দল সমর্থন করছেন? কবরী জানালেন, এবার তিনি জার্মানির সমর্থক আর ববিতা ব্রাজিলের।

বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের ব্যস্ত অভিনেত্রী কবরী এখন ছবির কাজ করছেন না। বিভিন্ন সভা-সেমিনারে অতিথি হয়েছে দেখা যায় তাঁকে। কথা প্রসঙ্গে জানালেন, ফুটবলের ভীষণ ভক্ত তিনি। ছোটবেলা থেকেই নাকি ফুটবলের প্রতি তাঁর এই ভালোবাসা। ছেলেদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ, লা-লিগা, উয়েফা লিগের প্রায় সব খেলাই দেখেন তিনি। বিশ্বকাপ ফুটবলের সময় সব খেলা দেখার চেষ্টা করেন। এর আগের বিশ্বকাপগুলোতে আর্জেন্টিনা, ব্রাজিল আর জিদানের কারণে ফ্রান্সও ছিল পছন্দের তালিকায়। তবে এবার বিশ্বকাপে কবরীর সমর্থন জার্মানির প্রতি। প্রথম আলোকে বলেন, ‘আমি লিগ ফুটবলের সব খেলা দেখেছি। বিশ্বকাপে ব্রাজিল আর আর্জেন্টিনার কোনো খেলা মিস করতাম না। এরপর জিদানের ফ্রান্সের প্রতিও আমার ভালো লাগা ছিল। জার্মানিও আমার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এখন আমি জার্মানিকে বেশি পছন্দ করি। এবার বিশ্বকাপে তাই আমার সমর্থন জার্মানির প্রতি।’

কেন? কবরী আরও বলেন, ‘জার্মানি দারুণ খেলে। ওদের খেলার মধ্যে আলাদা গতি আছে। ক্ষিপ্রতা আছে। এত সুন্দর পাস দেয়, খুব ভালো লাগে। একেবারে মাপা খেলে। বিশেষ করে এই দলের টমাস মুলার আর টিমো ভেরনারের কাছে অনেক আশা।’

প্রিয় দলের বাইরে ইদানীং মিসরের খেলোয়াড় সালাহর দারুণ ভক্ত বলেও জানালেন কবরী। বললেন, ‘সালাহ খুব সহিষ্ণু একজন খেলোয়াড়। তাঁর সহিষ্ণুতাও আমাকে মুগ্ধ করে। আমার মনে হয়, ফুটবল মাঠে তাঁর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দারুণ।’

অনেক দিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে নেই প্রখ্যাত অভিনেত্রী ববিতা। কয়েক বছর ধরে ছেলের কারণে কানাডায় যাওয়া-আসা করতে হয় তাঁকে। ফুটবল সব সময় না দেখলেও বিশ্বকাপ চলার সময়ে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেন। বললেন, ‘পেলের কথা শুনেই ব্রাজিল দলের ভক্ত। আমার কাছে মনে হয়, ফুটবলের যে সৌন্দর্য, তা ব্রাজিলের ছন্দময় খেলার মধ্য দিয়ে ফুটে ওঠে। আমি বিশ্বাস করি, ব্রাজিল বিশ্বকাপ খেলবে আর শিরোপা জিতবে না, তা কি হয়! ব্রাজিল দলে নেইমার, কুতিনহোকে নিয়ে আমার আশা অনেক বেশি।’