বিশ্বকাপ থামাতে পারেনি সিনেমার দর্শক

‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’
‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’

গত বছর ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো নিয়ে এতটা ভাবতে হয়নি প্রযোজক-পরিচালক আর নায়ক-নায়িকাদের। এবার হচ্ছে, কারণ ঈদের সময় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বসেছে রাশিয়ায়। ক্রীড়ামোদী দর্শকেরা খেলা দেখায় ব্যস্ত। এদিকে টিভির পর্দায় অনেকেই যেমন খেলা দেখা নিয়ে ব্যস্ত, তেমনি সিনেমাপ্রেমী দর্শক ভিড় করছেন প্রেক্ষাগৃহে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখে তেমনটাই নিশ্চিত হওয়া গেছে। এদিকে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তাদের ফেসবুক পেজেও আগ্রহী দর্শকদের সেসব ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, নায়ক-নায়িকা ঘিরে দর্শকদের উন্মাদনা।

এবার ঈদে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র। এগুলো হচ্ছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘পোড়ামন ২’, ‘পাঙ্কু জামাই’ ও ‘কমলা রকেট’। বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সূত্রে জানা গেছে, ঈদের ছবিগুলো দেশের তিন শতাধিক প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে।

ঢাকার নিউমার্কেট এলাকার বলাকা প্রেক্ষাগৃহে এবার ঈদে মুক্তি দিয়েছে সিয়াম ও পূজা অভিনীত জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘পোড়ামন ২’ ছবিটি। ঈদের দিন ছবিটি ভালো ব্যবসা করেছে জানিয়ে এই প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক এস এম শাহীন প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে সিয়াম ও পূজা একেবারেই নতুন। পূজার যদিও একটি ছবি মুক্তি পেয়েছে, তবে সিয়ামের এটিই প্রথম। কিন্তু ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল অনেক বেশি। এর মধ্যে আবার আর্জেন্টিনার খেলা ছিল। বাংলাদেশের দর্শকদের কাছে আর্জেন্টিনার খেলা নিয়ে অন্য রকম আবেগ কাজ করে। আমি বলব, এত কিছুর পরও ঈদের ছবির দর্শককে বাসায় টিভি সেটের সামনে আটকে রাখতে পারেনি বিশ্বকাপ ফুটবল।’

চট্টগ্রামের আলমাস ও অভিরুচিতে চলছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবি। এই দুটি প্রেক্ষাগৃহসহ আরও কয়েকটি প্রেক্ষাগৃহের বুকিং এজেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘চট্টগ্রামে ঈদের দিন ছবিটি ভালোসংখ্যক দর্শক দেখেছে। এই ছবিতে শাকিবের চেয়ে বুবলীর মুখে আঞ্চলিক সংলাপ খুব ভালো মানিয়েছে। তবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে চাই, “চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া”, “সুপার হিরো” ও “পাঙ্কু জামাই”—কোনোটিই ঈদ উপযোগী ছবি না। ঈদের সময় বাংলাদেশের দর্শক পারিবারিক গল্প কিংবা মিষ্টি প্রেমের ছবি দেখতে চায়। কিন্তু এই তিনটি ছবি দর্শকদের সেই চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। “পোড়ামন ২” ছবির খোঁজ নিয়ে জানতে পেরেছি, এটি দর্শক পছন্দ করছে। পরিবার নিয়ে দেখার মতো ছবি। তবে খেলা চলার সময়ে দর্শক নিয়ে যে আশঙ্কা ছিল, তা শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে। আলমাস ও অভিরুচিতে ম্যাটিনি ও ইভিনিং শোতে প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল।’

ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স এবার ঈদে মুক্তি দিয়েছে দুটি বাংলা ছবি ‘পোড়ামন ২’ ও ‘কমলা রকেট’। প্রথমটির নির্মাতা রায়হান রাফী, পরেরটির নুর ইমরান মিঠু। পরিচালক হিসেবে মিঠুর এবারই অভিষেক হয়েছে। স্টার সিনেপ্লেক্সের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘ঈদের সময় যেসব ছবি মুক্তি পায়, সবগুলোই প্রথম সপ্তাহে হাউসফুল থাকে। এই ঈদেও একই চিত্র। “পোড়ামন ২” ও “কমলা রকেট” ছবি দুটি দেখার টিকিট একদিন আগেই শেষ। বিশ্বকাপ ফুটবল কোনো প্রভাব ফেলতে পারেনি আমাদের ব্যবসায়।’

ঢাকার যমুনা ব্লকবাস্টার সিনেমাস প্রেক্ষাগৃহে এবার ঈদে মুক্তি পেয়েছে তিনটি দেশি চলচ্চিত্র। এগুলো হচ্ছে ‘পোড়ামন ২’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘কমলা রকেট’। প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক ইসমাইল হোসেন বলেন, ‘তিনটি ছবির মধ্যে এগিয়ে আছে “পোড়ামন ২”। দর্শকদের আগ্রহ এই ছবির প্রতি একটু বেশি। বিশ্বকাপ ফুটবল খেলা আমাদের দর্শকে ভাগ বসাতে পারেনি।’

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন আজ রোববার দুপুরে প্রথম বলেন, ‘বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে যতটা দুশ্চিন্তা ছিল, ততটা ঘটেনি। ঈদের প্রথম দিন ছবিগুলোর ব্যবসা মোটামুটি ভালোই ছিল। সারা দেশে একটা চিত্র থাকে, তবে ছবি দেখার প্রতিযোগিতা বেশি থাকে ঢাকায়। খোঁজ নিয়ে জানতে পেরেছি, রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে বেশি ভিড় ছিল। তবে পুরান ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে একেবারেই ভিড় নেই। এটা অবশ্য বহুদিনের অভ্যাস। পুরান ঢাকায় ঈদের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রেক্ষাগৃহগুলোতে ভিড় বাড়তে থাকে।’

‘পোড়ামন ২’ ছবি
‘পোড়ামন ২’ ছবি

মিয়া আলাউদ্দিনের মতে, এবার ঈদে এ পর্যন্ত শাকিব খান ও বুবলী অভিনীত ‘সুপার হিরো’ ছবিটির প্রতি দর্শকের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এরপর ‘পোড়ামন’ ছবিটি নাকি দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। ব্যবসায়িক দিক থেকে প্রথম দিন ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি ভালো অবস্থানে ছিল। ‘পাঙ্কু জামাই’ ছবিটি কমেডি ধাঁচের, এই ছবির কিছু দর্শক ছিল।

এদিকে ঈদের আগে ‘পোড়ামন ২’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, ‘বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা যেহেতু অনেক, তাই প্রেক্ষাগৃহের দর্শক কমার সম্ভাবনা মোটেও উড়িয়ে দেওয়া যায় না। ছবি যদি ক্লিক করে, তাহলে খেলার মধ্যেও দর্শক প্রেক্ষাগৃহে যাবেই।’

ঈদের দিন সন্ধ্যায় আবদুল আজিজ বলেন, ‘প্রযোজক, নির্মাতা ও কলাকুশলীদের মন পোড়াচ্ছে না “পোড়ামন ২”। বরং মনকে রাঙিয়ে দিচ্ছে। অনেক ভালো চলছে আমাদের ছবিটি। “পোড়ামন ২” নিয়ে এতটা আশা করিনি। সকাল থেকেই সব সিনেমা হলের খবর নিচ্ছি। গাজীপুর, ঢাকাসহ সারা দেশে ছবিটি অনেক ভালো চলছে। সরেজমিনে দেখেছি, হলগুলোতে টিকিট পাওয়া যাচ্ছে না। নতুন প্রজন্ম ছবিটি ভালোভাবে নিয়েছে।’

ঈদের আগে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানিয়েছেন, বিশ্বকাপ ফুটবল নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। ছবি দেখার বিষয়টি ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। এবার সেলিম খান বললেন, ‘ছবিটি দর্শক দেখছেন। ঢাকার বাইরে থেকে খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। গল্প শক্তিশালী হওয়ায় দর্শককে প্রেক্ষাগৃহে টেনে নিয়ে যাচ্ছে ছবিটি।’