নিজের নাটক দেখছেন না চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী। ছবি: প্রথম আলো
চঞ্চল চৌধুরী। ছবি: প্রথম আলো

ঘটনা সত্যি, নিজের অভিনীত নাটক দেখতে পারছেন না চঞ্চল চৌধুরী। দেখতে পারছেন না, নাকি দেখছেন না? চঞ্চল চৌধুরী জানান, এবার ঈদের জন্য তিনি পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে সাত পর্বের চারটি আর একটি ১০ পর্বের। এই ধারাবাহিকগুলো হলো—এটিএন বাংলায় ‘নসু ভিলেনের সংসার’, বাংলাভিশনে ‘চরিত্র: স্বামী’ ও ‘ফেয়ার প্লে’, আর টিভিতে ‘হাটফেল ফয়েজ’ এবং গাজী টিভিতে ‘কেউ যেন না জানে’। এ ছাড়া রয়েছে ১০টি টেলিছবি ও খণ্ড নাটক। অংশ নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানেও।

আজ সোমবার দুপুরে প্রথম আলোকে চঞ্চল চৌধুরী বলেন, ‘সব কটি নাটকের প্রচার সময় কাছাকাছি। আবার একই সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে আমার নাটক প্রচারিত হচ্ছে। কখন কোন নাটক শুরু হচ্ছে, কখন বিজ্ঞাপন বিরতি হচ্ছে, তা বোঝার উপায় নেই, জানার উপায় নেই। তাই ইচ্ছা থাকলেও পরিকল্পনা করে নিজের নাটক দেখা হয় না। হঠাৎ হঠাৎ দেখি, আবার অনেক সময় মনেও থাকে না।’

ঈদের কাজ নিয়ে বললেন, ‘টানা আড়াই মাস কাজ করেছি। কাজ করতে করতে আমি ক্লান্ত। অমানুষিক পরিশ্রম। এভাবে কাজ করা ঠিক না। কিন্তু উপায়ও নেই। ঈদের সময় কয়েকজন আর্টিস্টের ওপর চাপটা বেশি থাকে।’

জানালেন, এবার তিনি বিশ্বকাপ ফুটবলের খেলাগুলো দেখছেন। ইদের ছুটি হওয়ায় খেলা দেখার জন্য খুব সুবিধা হয়েছে। চঞ্চল চৌধুরী আর্জেন্টিনার সমর্থক। তিনি আর্জেন্টিনার লিওনেল মেসি আর ব্রাজিলের নেইমারের চেয়ে এগিয়ে রেখেছেন পর্তুগালের রোনালদোকে। তাঁর মতে, মাঠে রোনালদো সুযোগটা কাজে লাগাতে পেরেছেন, মেসি আর নেইমার তা এখনো পারেননি।

চঞ্চল চৌধুরী বললেন, ‘তারকাবহুল আলোচিত দলগুলোর চেয়ে এবার বিশ্বকাপের অন্য দলগুলো কিন্তু কম শক্তিশালী নয়। অপেক্ষাকৃত কম আলোচিত দলগুলো এবার বেশি ভালো করছে। বড় দলগুলোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে সফল হচ্ছে। এর ফলে বিশ্বকাপ ফুটবলের সব খেলার ব্যাপারেই দর্শকদের আগ্রহ তৈরি হচ্ছে। কোনো খেলার ব্যাপারেই আগে থেকে ধারণা করে কিছু বলা সম্ভব হচ্ছে না।’

ঈদে ছেলে শুদ্ধকে নিয়ে চঞ্চল চৌধুরী
ঈদে ছেলে শুদ্ধকে নিয়ে চঞ্চল চৌধুরী

এবার ঈদ কেমন কেটেছে? চঞ্চল চৌধুরী জানান, ঈদের দিন ফজলুর রহমান বাবু আর বৃন্দাবন দাস ও খুশির বাসায় দাওয়াত ছিল। গতকাল রোববার গিয়েছিলেন নারায়ণগঞ্জে, বোনের বাসায়। সেখানে সারা দিন থেকেছেন। আর আজ সোমবার দুপুরে তাঁর সঙ্গে যখন কথা হচ্ছিল, জানালেন, রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের একজন শিক্ষক তাঁর আত্মীয়। সেখানে গিয়েছেন তিনি।

ঈদের দিন ফজলুর রহমান বাবু ও বৃন্দাবন দাসের পরিবারের সঙ্গে চঞ্চল চৌধুরীর ঈদ উদ্‌যাপন
ঈদের দিন ফজলুর রহমান বাবু ও বৃন্দাবন দাসের পরিবারের সঙ্গে চঞ্চল চৌধুরীর ঈদ উদ্‌যাপন