'ঘাটের কথা'র নায়িকার নাম কুসুম

>

পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী কুসুম শিকদার

কুসুম শিকদার
কুসুম শিকদার

প্রশ্ন: আমার প্রশ্নটা অভিনয়শিল্পী কুসুম শিকদারকে। আচ্ছা, আপনার নাম কুসুম কেন?
আশেক মাহমুদ, জামালপুর

উত্তর: ধন্যবাদ প্রশ্নের জন্য। এটা আমার জন্য খুব সহজ প্রশ্ন। আমার অনেক সাক্ষাৎকারেই এই প্রশ্নের মুখোমুখি হয়েছি। আমার মা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচণ্ড ভক্ত। তো আমি যখন মায়ের পেটে, তখন মা রবীন্দ্রনাথের লেখা ‘ঘাটের কথা’ গল্পটা পড়ছিলেন। ‘ঘাটের কথা’র নায়িকার নাম কুসুম। গল্পটা পড়ার সময়ই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি তাঁর মেয়ে হয় তাহলে নাম রাখবে কুসুম। যথারীতি আমি জন্ম নিলাম। এবং আমার মা নাম রাখলেন কুসুম। বলতে পারেন ঘাটের কথা গল্পের নায়িকার নাম থেকেই আমার নাম নেওয়া হয়েছে। তবে মজার ব্যাপার হলো, আমার অভিনয়ের শুরুর দিকে রবীন্দ্রনাথের ওই গল্প অবলম্বনে নির্মিত ঘাটের কথা নাটকে কুসুম চরিত্রে অভিনয় করেছিলাম।