হাফ মেজরের অ্যালবামে দুই দেশের ব্যান্ডের গান

হাফ মেজর ব্যান্ডের সদস্যরা
হাফ মেজর ব্যান্ডের সদস্যরা

বাংলাদেশের আর্টসেলের ‘অনিকেত প্রান্তর’, মাইলসের ‘ফিরিয়ে দাও’ ও ‘জ্বালা’, জেমস ও নগর বাউলের ‘যাত্রা’ এবং এলআরবির ‘মন চাইলে মন’ আর ভারতের ফসিলসের ‘বিষাক্ত মানুষ’, ক্যাকটাসের ‘ব্লা ব্লা ব্লা’, লক্ষ্মীছাড়ার ‘সংগ্রামের বিরুদ্ধে’, গৌতম চট্টোপাধ্যায়ের ‘দরিয়া’ এবং মহীনের ঘোড়াগুলি সম্পাদিত ‘পৃথিবী’—এবার এই গানগুলোর কোলাজ করেছে কলকাতার ব্যান্ড হাফ মেজর। মেটাল ও হার্ড রক ধাঁচের এই ব্যান্ড কোলাজ গানগুলো নিয়ে নতুন মিউজিক ভিডিও অ্যালবাম তৈরি করেছে। নাম ‘প্রয়াস’। বিশ্ব সংগীত দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ইউটিউবে অবমুক্ত করা হয়েছে অ্যালবামটি।

এই অ্যালবাম তৈরির উদ্দেশ্য কী? ‘প্রয়াস’ মিউজিক ভিডিওর শুরুতেই হাফ মেজর নিজেদের বক্তব্য তুলে ধরেছে। এখানে বলা হয়েছে, ‘প্রয়াস একটি উদ্যোগ মাত্র। দুই দেশের সংগীতের মিলনক্ষেত্র হিসেবে আমরা হাফ মেজর বেছে নিয়েছি এই পন্থাকে। প্রয়াস হলো দুটি জাতি ও ধর্মের মানুষের এক সঙ্গে ঘর বাঁধার গল্প। প্রয়াস সেই সব মানুষের জন্য, যারা আজ সংগীতের মূল স্রোত থেকে বহু দূরে সরে গেছে, তাদের ঘরে ফেরার ডাক।’

২৩ মিনিট ৯ সেকেন্ডের এই অ্যালবাম উৎসর্গ করা হয়েছে প্রয়াত আজম খান ও গৌতম চট্টোপাধ্যায়কে।

‘প্রয়াস’ মিউজিক ভিডিওর দৃশ্য
‘প্রয়াস’ মিউজিক ভিডিওর দৃশ্য

কলকাতার একটি সংবাদমাধ্যমকে হাফ মেজর ব্যান্ডের কণ্ঠশিল্পী দীপায়ন ঘোষ বলেন, ‘ছোটবেলা থেকে ফসিলস, এলআরবি, আর্টসেলদের শুনে বড় হয়েছি। তারা আমাদের কাছে মেটালিকা বা ল্যাম্ব অব গড। তাই গানের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানানোর একটা সুপ্ত ইচ্ছা অনেক দিন ধরেই মনের মধ্যে ছিল। প্রয়াস তারই ফসল।’

গান নিয়ে তিনি আরও বলেন, ‘এখন বাংলা ব্যান্ডের সঙ্গে জড়িত অনেকেরই অভিযোগ, বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের হিন্দি গান গাওয়ার জন্য চাপ দেওয়া হয়। এই চাপ আমাদের ওপর এসেছে। প্রয়াসের মাধ্যমে আমরা দেখাতে চাই, ভালো গান কিংবা অনুষ্ঠানে গাওয়ার মতো গান আমাদের বাংলাতেও আছে। এই গানগুলোকে বেশি করে সুযোগ দেওয়া হোক। আমরা বাংলাতেই গান গাইতে চাই।’