ঢাকায় আসছে বনি এম

বনি এম সদস্যরা
বনি এম সদস্যরা

নব্বই মিনিট গান গাওয়ার জন্য ঢাকার মঞ্চ মাতাতে আসছে সত্তরের দশকের জনপ্রিয় গানের দল বনি এম। ১৩ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে ‘বনি এম লাইভ ইন ঢাকা’ আয়োজনে গান করবে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে এদিন সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গান করবে বনি এম। এমনটাই জানালেন আয়োজক প্রতিষ্ঠান ক্রেইন্সের প্রধান পরিচালন কর্মকর্তা কাজী ফায়সাল আহমেদ।

এ বছর মে মাসে নতুন প্রজন্মের গায়িকা তাশফীর গান প্রকাশের দিন আভাস দেওয়া হয়েছিল, বাংলাদেশের গানপ্রেমী বন্ধুদের জন্য শিগগিরই দারুণ একটা আয়োজন করতে যাচ্ছে ক্রেইন্স। জুলাই মাসের শুরুতে এসে আর কোনো আভাস নয়, পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো, ঢাকায় আসছে সত্তর দশকের জনপ্রিয় গানের দল ‘বনি এম’। গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে জানালেন ফয়সাল আহমেদ।

ক্রেইন্স এর আগে আরও কয়েকজন বিদেশি শিল্পী ও গানের দলকে বাংলাদেশে এনেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্রায়ান অ্যাডামস, মাইকেল লার্নস টু রক, জুলিয়ান মার্লে, গানস অ্যান্ড রোজেস, আশা ভোসলে ও রিচার্ড মার্কস।

ফায়সাল আহমেদ বলেন, ‘প্রতিবছর আমরা আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত কোনো শিল্পী বা গানের দলকে ঢাকায় এনেছি। সেই ধারাবাহিকতায় এবার বনি এমকে আমন্ত্রণ জানানো হয়। গানের দলটি আমাদের আমন্ত্রণে সাড়া দেয়। একসময়ের জনপ্রিয় এই গানের দল কিন্তু এখনো বেশ সক্রিয়। গানপ্রেমী বাংলাদেশের শ্রোতারা সামনাসামনি বসে বনি এমের গান শুনতে পারবেন। যাঁরাই শুনেছেন, সবাই এক বাক্যে বলেছে, বাহ্ দারুণ অভিজ্ঞতা হবে।’

বনি এম ছাড়া এবারের শোতে বাংলাদেশ থেকে কেউ থাকছে? ফয়সাল আহমেদ বলেন, ‘সম্ভাবনা আছে।’

গানের দল বনি এম এখন পর্যন্ত আটটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে। ‘টেক দ্য হিট অব মি’ নামের প্রথম অ্যালবামটি প্রকাশ পায় ১৯৭৬ সালে। সর্বশেষ অ্যালবাম ‘আই ড্যান্স’। এটি প্রকাশিত ১৯৮৫ সালে। দলের চার সদস্যের তিনজনই নারী। দলপ্রধান হিসেবে রয়েছেন লিজ মিশেল।

ফয়সাল আহমেদ আরও জানান, শুনেছি এর আগে ২০০১ সালের দিকে বনি এমএর একজন সদস্য ঢাকায় এসেছিলেন। কিন্তু প্রধান ভোকাল লিজ মিশেলসহ গানের পুরো দলটি এবার প্রথম আসছে।