কাঞ্চন-চম্পার 'সোনালি দিন'

‘সোনালি দিন’ নাটকের দৃশ্যে ইলিয়াস কাঞ্চন ও চম্পা
‘সোনালি দিন’ নাটকের দৃশ্যে ইলিয়াস কাঞ্চন ও চম্পা

আশি ও নব্বইয়ের দশকে বড় পর্দায় দেখা গেছে তাঁদের। জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন ইলিয়াস কাঞ্চন-চম্পা জুটি। তবে বড় পর্দা থেকে বিরতি নেওয়ার পর মাঝেমধ্যে ছোট পর্দায় দেখা যেত এই জুটিকে। এবার তাঁরা অভিনয় করলেন একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে। নাটকের নাম ‘সোনালি দিন’। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী। এরই মধ্যে নাটকটির ৫২ পর্বের শুটিং শেষ হয়েছে। পরিচালক জানালেন, ঢাকা, শেরপুর ও কক্সবাজারে চলেছে শুটিং। বললেন, ‘নাটকটিতে অনেক অভিনয়শিল্পীর সম্মিলন ঘটিয়েছি। এমন নয় যে তাঁরা এসেছেন দু-একটি শট দিয়ে চলে গেছেন। প্রত্যেককে নিয়ে গল্প আছে। সবারই আলাদা অভিনয়ের জায়গা আছে নাটকটিতে।’

তবে নতুন-পুরোনো অভিনয়শিল্পী একসঙ্গে অভিনয় করলেও নাটকটির অন্যতম জুটি হিসেবে দেখা যাবে ইলিয়াস কাঞ্চন ও চম্পাকে। নাটকটির রচয়িতা মাতিয়া বানু শুকু বললেন, ‘এই দুজনের গল্পটা এখনই দর্শক পরিপূর্ণভাবে দেখতে পারবে না। আপাতত তাঁদের দেখা যাবে খুব পরিচিত দুজন হিসেবে। কিন্তু এই দুজনের চরিত্রে নানা ধরনের ঘটনা আছে। নাটকের বিভিন্ন পর্বে ধীরে ধীরে আসবে।’

নাটকে অভিনয় করা প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বললেন, ‘এর আগেও আমি ও চম্পা অভিনয় করেছিলাম। একটি ধারাবাহিক তো বেশ জনপ্রিয় হয়েছিল।’ নাটকটি কেমন হয়েছে—জানতে চাইলে এ অভিনেতা জানান, এটা এখনই বলা যাচ্ছে না। আর কেমন হয়েছে, সেটা দর্শকেরাই ভালো বলতে পারবেন। এটি ঈদের পর থেকে বাংলাভিশনে প্রচারিত হওয়ার কথা রয়েছে।