প্রথম ছবিতে কত পেলেন জাহ্নবী?

জাহ্নবী কাপুর
জাহ্নবী কাপুর

‘ধড়ক’ মুক্তি পেয়েছে মাত্র এক দিন আগে। এরই মধ্যে ছবির চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। ছবির গল্প, শিল্পীদের অভিনয়, পরিচালনা, গান, কারিগরি দিক—কিছুই বাদ পড়ছে না। এর সঙ্গে আরেক প্রশ্ন সামনে এসেছে, ছবির নায়িকা জাহ্নবী কাপুর তাঁর প্রথম ছবি থেকে কত পারিশ্রমিক পেয়েছেন? চলচ্চিত্রে জাহ্নবী নবাগত, তাতে কী! জাহ্নবী বলিউডের বরেণ্য অভিনেত্রী প্রয়াত শ্রীদেবীর মেয়ে। তাঁর বাবা বনি কাপুর বলিউডের নামী প্রযোজক। তাই এ ব্যাপারে অনেকেরই কৌতূহল। জানা গেছে, ‘ধড়ক’ ছবিতে অভিনয় করে ৬০ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন জাহ্নবী। একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন ছবির নায়ক ঈশান খাট্টার।

সুপারহিট মারাঠি ছবি ‘সাইরাট’ অবলম্বনে ধর্মা প্রোডাকশন তৈরি করেছে হিন্দি ছবি ‘ধড়ক’। পরিচালক শশাঙ্ক খৈতান। সমালোচকদের মতে, যাঁরা এর আগে ‘সাইরাট’ ছবিটি দেখেছেন, তাঁদের কাছে ‘ধড়ক’ একেবারেই ভালো লাগবে না! বরং ‘ধড়ক’কে একটা নতুন ছবি হিসেবে যদি দেখেন, তাহলে ছবিটি উপভোগ করতে পারবেন।

সমালোচকদের মতে, জাহ্নবী কাপুরের মাঝে যদি কেউ তাঁর মা শ্রীদেবীকে খুঁজে ফেরেন, তাহলে ভুল হবে। জাহ্নবী একবারেই তাঁর মায়ের মতো নন। তাঁর সহজাত অভিনয় আলিয়া ভাটকে মনে করিয়ে দেয়। অর্ধেক সময় ‘মেকআপ ছাড়া’ লুকের জাহ্নবীকে দারুণ লেগেছে। তাঁর অভিনয় দেখে মনে হবে, তাঁর ভবিষ্যৎ সুন্দর।