'হোটেল ট্রানসিলভানিয়া'র তৃতীয় ছবি এসেছে

‘হোটেল ট্রানসিলভানিয়া থ্রি : সামার ভ্যাকেশন’ ছবির দৃশ্য
‘হোটেল ট্রানসিলভানিয়া থ্রি : সামার ভ্যাকেশন’ ছবির দৃশ্য

ভয়ংকর এক ড্রাকুলার মেয়ে ম্যাভিস। মেয়েটি বিয়ে করেছে জনি নামের একটি বোকা ছেলেকে। ম্যাভিস আর জনির কোলজুড়ে এসেছে একটি ছোট্ট বাবু। মানুষ আর দৈত্য-দানব মিলেমিশে সে এক অদ্ভুত পরিবার! ‘হোটেল ট্রানসিলভানিয়া’র আগের দুটি পর্ব যাঁরা দেখেছেন, তাঁদের জানা আছে, মজার সব কাণ্ডকীর্তি দেখা যায় এ ছবির প্রতিটি পর্বে। স্টার সিনেপ্লেক্সে এসেছে ‘হোটেল ট্রানসিলভানিয়া থ্রি : সামার ভ্যাকেশন’ ছবিটি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পেয়েছে ১৩ জুলাই। আর ঢাকার দর্শক ছবিটি দেখতে পারছেন গত শুক্রবার থেকে।

‘হোটেল ট্রানসিলভানিয়া থ্রি : সামার ভ্যাকেশন’ ছবির দৃশ্য
‘হোটেল ট্রানসিলভানিয়া থ্রি : সামার ভ্যাকেশন’ ছবির দৃশ্য

‘হোটেল ট্রানসিলভানিয়া থ্রি : সামার ভ্যাকেশন’ ছবিটি নির্মাণ করেছে সনি পিকচার্স অ্যানিমেশন। পরিচালক গেনডি টারটাকোভস্কি। ছবিতে বিশেষ ভূমিকা রয়েছে একজন বাংলাদেশির। এই ছবির কারিগরি দলে তিনি কাজ করেছেন অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজার হিসেবে। তিনি ওয়াহিদ ইবনে রেজা।

‘হোটেল ট্রানসিলভানিয়া থ্রি : সামার ভ্যাকেশন’ ছবির অ্যানিমেটেড চরিত্র ম্যাভিসে কণ্ঠ দিয়েছেন মার্কিন গায়িকা ও অভিনয়শিল্পী সেলেনা গোমেজ। গত ৩০ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। প্রদর্শনীতে এসে অভিবাসী–সংকট নিয়ে বক্তব্য দেন তিনি। অন্য চরিত্রগুলোতে কণ্ঠ দিয়েছেন অ্যাডাম স্যান্ডলার, গেনডি টারটাকোভস্কি, জো জোনস, অ্যান্ডি স্যামবার্গ, স্টিভ বুচেমি, মলি শ্যানন প্রমুখ। ছবিটি তৈরিতে খরচ হয়েছে আট কোটি ডলার। এরই মধ্যে ছবিটি সাড়ে ১২ কোটি ডলার আয় করেছে।