ফেঁসে গেছেন সেই বন্দেগি!

বন্দেগি কালরা
বন্দেগি কালরা

ইনস্টাগ্রামে নকল ‘আইফোন এক্স’-এর বিজ্ঞাপন দিয়ে ফেঁসে গেছেন বন্দেগি কালরা। রিয়েলিটি শো ‘বিগ বস ১১’-এর এই প্রতিযোগীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করা হয়েছে। এরই মধ্যে বেঙ্গালুরুর মারাথাল্লি থানার পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। ডেকান ক্রনিকলকে এই থানার পুলিশ পরিদর্শক সাদিক পাশা জানিয়েছেন, বন্দেগি কালরাকে ই-মেইল পাঠানো হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় ডাকা হয়েছে। তাঁকে তিন দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে থানায় না এলে তাঁকে গ্রেপ্তার করা হবে। আবার দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি গুরুতর। তদন্ত শুরু হয়ে গেছে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে এই থানা থেকে একটি বিশেষ দল দিল্লি যাচ্ছে। সেখানে এই দল বন্দেগি কারলাকে জিজ্ঞাসাবাদ করবে। এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে।

বন্দেগি কালরা
বন্দেগি কালরা

মারাথাল্লির মুনেকোলালা এলাকার বাসিন্দা যুবরাজ সিং যাদব প্রকৌশলবিদ্যার ছাত্র। তিনি ইনস্টাগ্রামে জনপ্রিয় মডেল ও ‘বিগ বস ১১’-এর প্রতিযোগী বন্দেগি কালরার অনুসারী। সম্প্রতি বন্দেগি কালরা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কম দামে ‘আইফোন এক্স’ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি ছিল দিল্লির ডিফারেন্ট কালেকশন ও নেক্সফেশন ডটকমের। সেখানে বলা হয়, ৮৩ হাজার রুপি মূল্যের ‘আইফোন এক্স’ পাওয়া যাচ্ছে ৬১ হাজার রুপিতে। এই বিজ্ঞাপন দেখে ‘আইফোন এক্স’ মুঠোফোন কেনার ব্যাপারে আগ্রহী হন যুবরাজ সিং যাদব। বিজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী শুরুতে তিনি পেটিএমের মাধ্যমে ১৩ হাজার রুপি পাঠান। গত বুধবার কুরিয়ারের মাধ্যমে ‘আইফোন এক্স’ মুঠোফোনটি হাতে পাওয়ার পর তিনি বাকি ৪৮ হাজার রুপি পরিশোধ করেন।

বন্দেগি কালরা
বন্দেগি কালরা

‘আইফোন এক্স’ মুঠোফোনটি প্যাকেট থেকে খোলার পর যুবরাজ সিং যাদবের সন্দেহ হয়। তিনি বুঝতে পারেন, এটি নকল ‘আইফোন এক্স’। এরপর তিনি বন্দেগি কালরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে দেখেন, ততক্ষণে সেখান থেকে বিজ্ঞাপনটি মুছে ফেলা হয়েছে। তিনি বন্দেগি কালরা আর দিল্লির সেই প্রতিষ্ঠান দুটির ফোন নম্বর জোগাড় করে যোগাযোগ করেন। কিন্তু কোথাও থেকে কোনো সাড়া না পেয়ে মারাথাল্লি থানায় অভিযোগ করেন।

জানা গেছে, ইনস্টাগ্রামে বন্দেগি কালরার অনুসারীর সংখ্যা পাঁচ লাখ। আর তিনি দিল্লির ডিফারেন্ট কালেকশন ও নেক্সফেশন ডটকমের শুভেচ্ছাদূত। এই দুটি প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের প্রচারণার সঙ্গে তিনি যুক্ত আছেন।

বন্দেগি কালরা ও পুনিশ শর্মা
বন্দেগি কালরা ও পুনিশ শর্মা

এদিকে সংবাদমাধ্যমের কাছে যুবরাজ সিং যাদব অভিযোগ করেছেন, ‘মারাথাল্লি পুলিশ স্টেশনে অভিযোগের কথা জানার পর তা তুলে নেওয়ার জন্য বন্দেগি কালরা আমাকে চাপ দিচ্ছেন। মুঠোফোনে আমাকে হুমকি দিয়ে বলেছেন, অভিযোগ তুলে না নিলে তিনি আমার বিরুদ্ধে ব্ল্যাকমেলের মামলা করবেন।’

দিল্লির বাসিন্দা বন্দেগি কালরা এরই মধ্যে নিজেকে নানাভাবে বিতর্কিত করেছেন। আপত্তিকর ও অসামাজিক কার্যকলাপের জন্য সমালোচিত হয়েছেন। গত বছর ‘বিগ বস’-এর বাড়িতে আরেক প্রতিযোগী পুনিশ শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক শালীনতার সীমা অতিক্রম করে। তাঁদের ওপর বিরক্ত হন ‘বিগ বস’ সালমান খান নিজেই। তিনি এই দুজনকেই সাবধান করেন। সালমান খান অনুষ্ঠানে তাঁদের বলেন, ‘মনে রেখো, তোমাদের মা-বাবাও এই শো দেখছেন। মা-বাবার সামনে তোমরা কি এমনই করতে পারতে?’

পুনিশ শর্মা ও বন্দেগি কালরা
পুনিশ শর্মা ও বন্দেগি কালরা

তাতেও কোনো লাভ হয়নি। এরপর রাতে এক চাদরের তলায় দেখা গেছে পুনিশ ও বন্দেগিকে। এমনকি টয়লেট থেকে তাঁদের দুজনকে একসঙ্গে বের হতে দেখা গেছে। মেয়ের এসব কীর্তি দেখে বন্দেগি কালরার বাবা অসুস্থ হয়ে পড়েন। তিনি উচ্চ রক্তচাপের রোগী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আর তখন বন্দেগি কালরার মুম্বাইয়ের বাসার মালিক সংবাদমাধ্যমকে জানিয়ে দেন, ‘বিগ বস’ থেকে ফেরার পর বন্দেগি কালরাকে তিনি বাসা থেকে বের করে দেবেন।