'রাজাধিরাজ রাজ্জাক' দেখা মিলল লক্ষ্মীর

‘রাজাধিরাজ রাজ্জাক’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথিদের সঙ্গে কেক কাটছেন রাজ্জাকের স্ত্রী খায়রুন্নেসা লক্ষ্মী।
‘রাজাধিরাজ রাজ্জাক’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথিদের সঙ্গে কেক কাটছেন রাজ্জাকের স্ত্রী খায়রুন্নেসা লক্ষ্মী।

আর কদিন পরই পূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাকের মৃত্যুর এক বছর। এই সময়টার মধ্যে কোনো টেলিভিশন চ্যানেল রাজ্জাকের স্ত্রী লক্ষ্মীকে ক্যামেরার সামনে হাজির করাতে পারেনি। সেই খায়রুন্নেসা লক্ষ্মীকে আজ দেখা গেল। দুই সন্তান বাপ্পারাজ ও সম্রাটসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে এলেন চ্যানেল আইতে। কারণ, আজ যে তাঁর প্রয়াত জীবনসঙ্গীর বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টরি ‘রাজাধিরাজ রাজ্জাক’ নিয়ে সংবাদ সম্মেলন। এই প্রথম কোনো অনুষ্ঠানে লক্ষ্মীকে দেখা গেল রাজ্জাক ছাড়া!

চলচ্চিত্রে একটা লম্বা সময় পার করেছেন রাজ্জাক। এই দীর্ঘ সময়ে তাঁকে আড়ালে থেকে সমর্থন জুগিয়েছেন লক্ষ্মীই। পুরো সংসারটাকে আগলে রেখেছেন। চলচ্চিত্র সম্পর্কিত কোনো অনুষ্ঠানে খুব একটা দেখা যেত না। রাজ্জাকের সঙ্গে হাতে গোনা কয়েকটি অনুষ্ঠানে তাঁকে দেখা গেছে।

‘রাজাধিরাজ রাজ্জাক’ নিয়ে কথা বলছেন এর নির্মাতা শাইখ সিরাজ।
‘রাজাধিরাজ রাজ্জাক’ নিয়ে কথা বলছেন এর নির্মাতা শাইখ সিরাজ।

‘রাজাধিরাজ রাজ্জাক’ অনুষ্ঠানের আজকের এই আয়োজনের পুরোটাই ছিল বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাককে ঘিরেই। সেই আয়োজনে ছুটে আসেন তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা ও অনুজেরা। দেড় ঘণ্টার এ প্রামাণ্যচিত্রের নির্মাতা শাইখ সিরাজ। বাংলাদেশের চলচ্চিত্রের মহাতারকা রাজ্জাক। দেশের চলচ্চিত্র যত দিন থাকবে, রাজ্জাকের নামটিও জ্বলজ্বল করবে। তার চলচ্চিত্র জীবন ও ব্যক্তি জীবনের নানা অজানা কথা তুলে ধরা হয়েছে ‘রাজাধিরাজ রাজ্জাক’-এ। অনুষ্ঠান শুরুর আগেই পরিবারের সবাইকে নিয়ে চ্যানেল আই ভবনে এসে উপস্থিত হন রাজ্জাকের স্ত্রী খায়রুন্নেসা লক্ষ্মী। তাঁদের অভ্যর্থনা জানান শাইখ সিরাজ। ধীরে ধীরে আরও অতিথিরা আসতে থাকেন। তাঁদের মধ্যে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক আমজাদ হোসেন, সুরকার গীতিকার ও চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, অভিনয়শিল্পী ফারুক, সুজাতা আজিম, মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু, ফেরদৌস, পূর্ণিমা, সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, চিত্রসমালোচক শফিউজ্জামান খান লোদী, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদিত্য শাহীন।

‘রাজাধিরাজ রাজ্জাক’ নিয়ে সংবাদ সম্মেলনে অতিথিরা।
‘রাজাধিরাজ রাজ্জাক’ নিয়ে সংবাদ সম্মেলনে অতিথিরা।

২১ আগস্ট রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় চ্যানেল আইতে প্রচারিত হবে ‘রাজাধিরাজ রাজ্জাক’। সংবাদ সম্মেলনে ‘রাজাধিরাজ রাজ্জাক’ নিয়ে কথা বলেন ফরিদুর রেজা সাগর। তিনি বলেন, ‘আমাদের সবার প্রিয় মানুষ নায়করাজ রাজ্জাক। তাঁর কর্ম ও ব্যক্তিত্বে তিনি সবার মনে জায়গা করে আছেন। আজকে আমরা চ্যানেল আইয়ের যে স্টুডিওতে বসে আছি, এখানেও অনেক অনুষ্ঠান করেছেন। তাঁর সঙ্গে আমাদের সবার অনেক স্মৃতি, অনেক কথা হয়েছে। এসবের অনেক কিছু শাইখ সিরাজ এই প্রামাণ্য চলচ্চিত্রটিতে তুলে ধরেছেন।’

এদিকে এবারের ঈদেও নায়ক রাজ রাজ্জাকে শ্রদ্ধা জানাবে চ্যানেল আই। সংবাদ সম্মেলনে এমন খবর জানিয়ে ফরিদুর রেজা সাগর বলেন, ‘এবার ঈদে আমরা রাজ্জাক অভিনীত “ময়নামতি” ছবিটি টেলিভিশনে দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। এই ছবিটি মুক্তির পর এখন পর্যন্ত কোথাও দেখানো হয়নি। কাজী জহিরের পরিবারের সৌজন্যে পেয়েছি। এই ছবির প্রিন্টও খুব ভালো ছিল না। প্রিন্ট ডেভেলপমেন্টের জন্য আমরা মাদ্রাজ পাঠিয়েছি।’

‘রাজাধিরাজ রাজ্জাক’ নিয়ে সংবাদ সম্মেলনে অতিথিরা।
‘রাজাধিরাজ রাজ্জাক’ নিয়ে সংবাদ সম্মেলনে অতিথিরা।

প্রামাণ্যচিত্রের নির্মাণের কারণ প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, ‘আমরা যারা এখন মাঝ বয়সী তাদের ষাট বা সত্তরের দশকের পর্দার নায়কেরা কোনো না কোনোভাবে প্রভাব ফেলেছে। আমিও তার ব্যতিক্রম নই। প্রভাব ফেলেছিল বলেই পরিণত বয়সে এসে যখন নিজেরা এসে টেলিভিশন বা নির্মাণের সঙ্গে যুক্ত হলাম, তখন রাজ্জাক সাহেবের সঙ্গে পরিচয় হলো। ছোটবেলায় চলচ্চিত্রে যে রাজ্জাককে দেখেছি, তাঁর সঙ্গে পরিচয়ের পর ভাবলাম তাঁকে নিয়ে জীবনীনির্ভর প্রামাণ্যচিত্র নির্মাণ করা যায়। ভাবনার সেই শুরু, যা শেষ হলো ‘রাজাধিরাজ রাজ্জাক’ দিয়ে।’

শাইখ সিরাজ জানান, ‘রাজাধিরাজ রাজ্জাক’ নির্মাণ করতে গিয়ে প্রতিবন্ধকতার মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। এরপরও তিনি কাজ করে গেছেন। তবে এই নায়কের জীবনী ভবিষ্যতে রেফারেন্স হিসেবেও ফিল্ম স্কুলগুলোর কাজে লাগতে পারে বলেও মনে করেন তিনি। শাইখ সিরাজের বক্তব্যের পর আগত অতিথিদের দেখানো হয় ২৭ মিনিটের ‘রাজাধিরাজ রাজ্জাক’-এর কিছু অংশ। এরপর কেক কাটা হয়। এ সময় রাজ্জাকের স্ত্রী খায়রুন্নেসা লক্ষ্মী, পরিবারের অন্য সদস্য ছাড়াও আগত অতিথিরা উপস্থিত ছিলেন।