'গোল্ডেন লেপার্ড' পাওয়া ছবিতে জিকো

আ ল্যান্ড ইমাজিনড ছবির দৃশ্যে নির্মাতা ইশতিয়াক জিকো
আ ল্যান্ড ইমাজিনড ছবির দৃশ্যে নির্মাতা ইশতিয়াক জিকো

এ বছর লোকার্নো চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লেপার্ড’ পেয়েছে ‘আ ল্যান্ড ইমাজিনড’ ছবিটি। সেই ছবিতে অভিনয়শিল্পী ও ক্রু হিসেবে কাজ করেছেন বাংলাদেশের চলচ্চিত্রকার ইশতিয়াক জিকো। গোল্ডেন লেপার্ড সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় পুরস্কার।

ছবিটির পরিচালক সিঙ্গাপুরের ইয়াও সিয়াও হুয়া। এ বছরের শুরুর দিকে ছবিটির শুটিং হয় মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে কাজ করা বিভিন্ন দেশের শ্রমিকদের নিয়ে এই ছবি। সেখানে বাংলাদেশের শ্রমিক হিসেবে অভিনয় করেন জিকো। শুধু অভিনয় নয়, পুরো সিনেমার ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিওগ্রাফার হিসেবেও কাজ করেন তিনি। ইশতিয়াক জিকো বলেন, ‘আমি এখন যে পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি নিয়ে কাজ করছি, এর প্রযোজক এবং ওই সিনেমার প্রযোজক একই। দুটি সিনেমাই প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের ফ্রান বর্জা। এই সূত্র ধরে আমার কাছে একজন অভিনয়শিল্পী চাওয়া হয়। আমি চঞ্চল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি। কিন্তু যেকোনো কারণে তাঁর কাজ করা হয়নি। পরে ওরা আমাকেই অভিনয়ের জন্য অডিশন দিতে বলে। আমাকে পছন্দ করে।’

জিকো আরও বলেন, তাঁর চরিত্রটির শুটিং একটানা ছিল না। আর বারবার সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাওয়া সম্ভব ছিল না। কারণ এটি কম বাজেটের স্বাধীন চলচ্চিত্র। তাই তিনি চলচ্চিত্র ইউনিটের সঙ্গে থেকে কাজের প্রস্তাব দেন। ছবিটির বিহাইন্ড দ্য সিন ভিডিওগ্রাফার হিসেবে তিনি ইউনিটের সঙ্গে যুক্ত হয়ে যান। পাশাপাশি তাঁর অংশটুকু অভিনয় করেন।

এবার সেই চলচ্চিত্রটিই নামকরা এই উৎসবে সেরা পুরস্কারটি জিতে নিল। অনুভূতি জানতে চাইলে জিকো বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। ইয়াও সিয়াও হুয়ার কাজগুলো নিরীক্ষাধর্মী। তাঁর সঙ্গে কথা বলে মনে হয়েছে, শুধু একটা “টিপিক্যাল” গল্প বলার জন্যই তিনি সিনেমা বানান না। ছবি বানানোর পেছনে একটা বড় ভাবনা থাকে। এটা আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। পুরো দলটা যেভাবে কাজ করছে, এটা খুব ভালো লেগেছে। এটা আমার কাছে বড় একটা শিক্ষা ছিল।’

ইশতিয়াক জিকো এই মুহূর্তে কাজ করছেন তাঁর ‘সিটি অ্যান্ড ক্যাটস’ সিনেমা নিয়ে।