'দেবী'র পর 'বিসর্জন'

জয়া আহসান
জয়া আহসান

বাংলাদেশ আর ভারতের বাংলা ছবির জনপ্রিয় নায়িকা জয়া আহসানের জন্য দারুণ খবর! বাংলাদেশের প্রেক্ষাগৃহে কাছাকাছি সময়ে তাঁর অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে। ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দেবী’। হুমায়ূন আহমেদের অন্যতম জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি করেছেন জয়া আহসান নিজেই। তিনি এই ছবির অন্যতম প্রযোজক। ছবিটির জন্য সরকারি অনুদান পেয়েছেন। পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করেছেন। আর আগামী নভেম্বর মাসে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ভারতের বাংলা ছবি ‘বিসর্জন’। গত বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘বিসর্জন’ সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে। এ ছাড়া এই ছবির জন্য জয়া আহসান পেয়েছেন জি-সিনে অ্যাওয়ার্ড ও ফিল্মফেয়ার পুরস্কার। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অনুষ্ঠিত তৃতীয় ক্যালেডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী আর ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডসে (আইবিএফএ) সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি।

জয়া আহসান
জয়া আহসান

গত বছরের ১৪ এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কৌশিক গাঙ্গুলির ছবি ‘বিসর্জন’। এরই মধ্যে পেরিয়ে গেছে ১৮ মাস। ছবিটি দেখানো হয়েছে বিভিন্ন উৎসব, ভারতের বাংলা চ্যানেলে এবং বিভিন্ন ওয়েবসাইটে। এত দিন পর ছবিটি বাংলাদেশের দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে কেন দেখবেন? বাংলাদেশে ছবিটি আমদানি করেছে ইন-উইন এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ছবিটি আমরা সাফটা চুক্তির আওতায় আমদানি করেছি। ভারত ও বাংলাদেশে একসঙ্গেই ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু আমদানির ব্যাপারে কিছু জটিলতা হওয়ায় আমাদের অনেকটা সময় লেগেছে। তার পরও আশা করছি, ছবিটি বাংলাদেশের দর্শক দেখবেন। ছবিতে একদিকে যেমন জয়া আহসান অভিনয় করেছেন, ঠিক তেমনি এই ছবির গল্পেও আছে বাংলাদেশ। আছে পদ্মার পানি সমস্যার কথা।’

ইফতেখার উদ্দিন নওশাদ আরও বলেন, ‘আমরা দর্শকদের ভালো ছবি দেখাতে চাই। এখানে কত লাভ হবে, আমরা কিন্তু মোটেও তা নিয়ে ভাবছি না। গত রোববার ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। সেখানে যাঁরা ছবিটি দেখেছেন, চলচ্চিত্র সেন্সর বোর্ডের সেই সদস্যরা ভূয়সী প্রশংসা করেছেন। এই ছবিতে যেমন শক্তিশালী গল্প রয়েছে, তেমনি নির্মাণশৈলীও চমৎকার আর জয়া আসান, আবির চট্টোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলির অসাধারণ অভিনয়—সব মিলিয়ে এমন ভালো মানের ছবি সচরাচর পাওয়া যায় না।’

‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী
‘দেবী’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী

‘দেবী’ আসছে ১৯ অক্টোবর। ‘বিসর্জন’ কবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন? ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘নানা কারণে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর সময় নিতে চাই না। অবশ্যই নভেম্বরে। ওই সময় আর কী কী ছবি মুক্তি পেতে পারে, তা বিবেচনা করে তারিখ চূড়ান্ত করব।’

এদিকে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ ছবির সিক্যুয়েলের নাম রাখা হয়েছে ‘বিজয়া’। এই ছবিতেও অভিনয় করবেন জয়া আহসান। গত ২৫ এপ্রিল ভারতের কলকাতার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে ‘বিসর্জন’ ছবির সিক্যুয়েলের নাম ঘোষণা হয়। অনুষ্ঠানে জয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন ‘বিসর্জন’ ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি, অভিনেতা আবির চট্টোপাধ্যায়। আরও অতিথি ছিলেন দুই প্রজন্মের দুই অভিনেতা প্রসেনজিৎ ও পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করছে অপেরা মুভিজ।

‘বিসর্জন’ ছবির দৃশ্যে জয়া আহসান ও আবির চট্টোপাধ্যায়
‘বিসর্জন’ ছবির দৃশ্যে জয়া আহসান ও আবির চট্টোপাধ্যায়

এরপর জয়া তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘বিসর্জন’ আমার প্রাণের অত্যন্ত কাছাকাছি একটি চলচ্চিত্র। পদ্মা থেকে শুরু করে নাসির আলী, গণেশ মণ্ডল—প্রতিটি চরিত্র এখনো উজ্জ্বল বাঙালির মননে। কিন্তু কিছু কিছু গল্প হঠাৎ শেষ হয়ে যায় না। তাই ‘বিজয়া’র মধ্য দিয়ে পদ্মা, নাসির আলী, গণেশ মণ্ডল আবার ফিরছে বড় পর্দায়।

জয়া আরও লিখেছেন, ‘আমার বিশ্বাস, “বিসর্জন” ছবির মতো “বিজয়া” আপনাদের সবার মন ছুঁয়ে যাবে।’