বুলবুলকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে

সংগীতজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ মিনারে যান সব শ্রেণি-পেশার মানুষ। তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান দেখানো হয়। ছবি: সাইফুল ইসলাম
সংগীতজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ মিনারে যান সব শ্রেণি-পেশার মানুষ। তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান দেখানো হয়। ছবি: সাইফুল ইসলাম

বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আজ বুধবার বিকেলে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে দাফন করা হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা হবে। সেখান থেকে বাংলা চলচ্চিত্রের সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকা এই গুণী মানুষটিকে আনা হবে এফডিসিতে। এখানে আরেকটি জানাজা হবে। আহমেদ ইমতিয়াজ বুলবুল গতকাল মঙ্গলবার সকালে আফতাবনগরে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর পর তাঁর মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শব হিমঘরে রাখা হয়।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ আজ বেলা পৌনে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। দুপুর পর্যন্ত বিভিন্ন অঙ্গনের মানুষজন তাঁর স্মৃতির প্রতি সম্মান জানান।

গতকাল সকালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুর পর তাঁর একমাত্র সন্তান সামির আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়ে বলেন, ‘আব্বাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে দাফন করার অনুমতি দিন।’

এদিকে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তাঁরা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সংগীতাঙ্গনে আহমেদ ইমতিয়াজ বুলবুলের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।