রজনীকান্ত বিয়ার গ্রিলসকে বললেন, 'লাভ ইউ'

শুটিংয়ের সেট থেকে তোলা এই ছবিটি ভাইরাল হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম
শুটিংয়ের সেট থেকে তোলা এই ছবিটি ভাইরাল হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম

২০১৯ সালের আগস্টে বিয়ার গ্রিলসের সঙ্গে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেবার এর দৃশ্যধারণ চলেছিল উত্তরাখন্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে। আর এবার ছোট পর্দায় বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা দেবেন দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত।

বিয়ার গ্রিলস রজনীকান্তকে নিয়ে গেছেন কর্ণাটকের বন্দিপুরের জঙ্গলে। অবশ্য মাইসোর বিমানবন্দর থেকেই শুরু হয়েছে শুটিং। সেখানেই কড়া গোপনীয়তা ও নিরাপত্তার সঙ্গে চলেছে দৃশ্যগ্রহণের কাজ। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পদ্মভূষণ ও পদ্মবিভূষণে ভূষিত রজনীকান্তের জনসংযোগ কর্মকর্তা। চার দিন ধরে শুটিং চলেছে। বান্দিপুর ফরেস্ট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা করে জঙ্গলের মধ্যে শুটিং চলত। বেলা ১১টা থেকে শুরু হতো শুটিং। শেষ হতে হতে বিকেল চারটা।

শুটিং শুরুর আগেই বিয়ার গ্রিলস টুইট করেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের এপিসোড টেলিভিশনে এক ইতিহাস গড়েছে। সমস্ত সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে প্রায় ৩৬০ কোটি প্রতিক্রিয়া পাওয়া গেছে। যা ইতিহাসে কোনো অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ। আর এবার আমার সঙ্গে যোগ দেবেন রজনীকান্ত। এর ভেতর দিয়েই তাঁর ছোট পর্দায় অভিষেক ঘটবে।’

দলের সঙ্গে রজনীকান্ত ও বিয়ার গ্রিলস। ছবি: ইনস্টাগ্রাম
দলের সঙ্গে রজনীকান্ত ও বিয়ার গ্রিলস। ছবি: ইনস্টাগ্রাম

এর আগে মোদির সঙ্গে শুটিং করে মুগ্ধ গ্রিলস টুইট করেছিলেন, ‘একজন সাহসী তরুণের মতোই জঙ্গলে সময় কাটিয়েছেন মোদি। সংকটপূর্ণ সময়ে তিনি যেভাবে শান্ত আর ধীরস্থির ছিলেন, তা দেখে আমি তাজ্জব বনে গেছি!’

নিরাপত্তাকর্মীদের সঙ্গে রজনীকান্ত। ছবি: ইনস্টাগ্রাম
নিরাপত্তাকর্মীদের সঙ্গে রজনীকান্ত। ছবি: ইনস্টাগ্রাম

অন্যদিকে রজনীকান্ত টুইটে বিয়ার গ্রিলসের সঙ্গে কাটানো সময়কে বর্ণনা করেছেন ‘ভোলা যাবে না বলে’। লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ প্রিয় বিয়ার গ্রিলস। এমন অভিজ্ঞতা জীবনে ভোলা যাবে না। তোমাকে ভালোবাসি।’

শুটিংয়ের সেট থেকে প্রকাশিত হওয়া আরেকটি ছবি। ছবি: ইনস্টাগ্রাম
শুটিংয়ের সেট থেকে প্রকাশিত হওয়া আরেকটি ছবি। ছবি: ইনস্টাগ্রাম

শুটিং শেষে ৬৯ বছর বয়সী রজনীকান্ত চেন্নাই এয়ারপোর্টে এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ম্যান ভার্সেস ওয়াইল্ডের একটি পর্বের জন্য শুটিং শেষ করলাম। আমার বড় কোনো আঘাত লাগেনি বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই সামান্য কাটাছেঁড়া তো হয়েছেই।’

তবে জানা গেছে, আঘাতে কাঁধে কালশিটে দাগ পড়ে গিয়েছে ‘থালাইভা’র। পায়ের গোড়ালিতেও হালকা চোট পেয়েছেন তিনি।