রেস্তোরাঁয় ক্রেতাকে সার্ভিস চার্জ দিতে বাধ্য করা যাবে না

ভারতে রেস্তোরাঁগুলো ক্রেতাদের সার্ভিস চার্জ দিতে বাধ্য করতে পারবে না। সার্ভিস চার্জ হিসেবে এই বাড়তি অর্থ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ক্রেতারা। রাজ্য সরকারগুলোর জন্য কেন্দ্রীয় সরকারের করা একটি নতুন নীতিমালায় এ কথা বলা হয়েছে।

ভোক্তা বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাশওয়ান বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে এ নীতিমালা পাশ হয়েছে। নীতিমালা বাস্তবায়নের জন্য তা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে।

রাম বিলাস পাশওয়ান গতকাল বৃহস্পতিবার কেন্দ্রের এ পদক্ষেপের বিষয়ে ধারাবাহিকভাবে টুইটারে পোস্ট দেন। তিনি বলেন, ‘সার্ভিস চার্জ সম্পূর্ণ ঐচ্ছিক এবং এটা বাধ্যতামূলক নয়। হোটেল ও রেস্তোরাঁগুলো সার্ভিস চার্জ নির্ধারণ করতে পারবে না। এটা ক্রেতাদের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হবে।’