ভারতে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন

ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনে আজ সোমবার শেষ হলো। ভোট গণনা ২০ জুলাই, বৃহস্পতিবার। 

ভোটের ফল দেয়াললিখনের মতোই স্পষ্ট। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ প্রার্থী মীরা কুমারকে বিপুল ভোটে হারিয়ে জিততে চলেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। ভোটের ব্যবধান কত হবে, আজ সংসদ ভবনে সেটাই ছিল জল্পনার বিষয়। বিজেপি নেতাদের দাবি, অন্তত ৭০ শতাংশ ভোট পাবেন তাঁদের প্রার্থী। এই আশার পেছনে কাজ করছে নিছকই পাটিগণিত। ইউপিএর ঘর ভেঙে যেমন তারা জনতা দল সংযুক্তর সমর্থন আদায় করেছে, তেমনই সমর্থন পেয়েছে দুই জোটের বাইরে থাকা দলগুলোর। সমাজবাদী পার্টির ভোটেও ভাঙন দেখা দিয়েছে। মুলায়ম নিজে ও তাঁর অনুগামীরা কোবিন্দকে ভোট দিয়েছেন বলে বিজেপি সূত্রের খবর। একই রকম অবস্থা নাকি মায়াবতীর দলেও। মায়াবতী ভোট দিয়ে সংবাদমাধ্যমকে বলেন, যিনিই জিতুন, রাষ্ট্রপতি হয়ে আসছেন একজন দলিত। এটাই বড় কথা। এর আগে ভারতে দলিত রাষ্ট্রপতি হয়েছিলেন একজনই। কংগ্রেস প্রার্থী এম কে নারায়ণন।
ভারতের ২৯টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাতেও আজ ভোট গ্রহণ চলে। সব রাজ্য থেকে ব্যালট বাক্স আজই নিয়ে আসা হবে সংসদ ভবনে। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই।
মীরা কুমার বলেছেন, তিনি বিবেক ভোটের ডাক দিয়েছেন। তাঁর কাছে এটা আদর্শের লড়াই। একই রকম আদর্শের লড়াই বিজেপির কাছেও। স্বাধীনতার পর থেকে এযাবৎ দক্ষিণপন্থী রাজনীতিকদের কেউই ভারতের রাষ্ট্রপতি হতে পারেননি। সেদিক থেকে বিজেপির কাছে এই প্রথম সুযোগ তাদের নীতি ও আদর্শের কাউকে রাইসিনা হিলসে পাঠানোর। সেই সুযোগের সদ্ব্যবহারে তারা উন্মুখ। তাদের দাবি, ছোট, মাঝারি, বড় মিলিয়ে মোট ৪৪টি দলের সমর্থন তাদের প্রার্থী পাচ্ছেন। বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ৬৯ শতাংশ ভোট পেয়েছিলেন, বিজেপি চায় রামনাথ কোবিন্দকে ৭০ শতাংশ ভোটে জেতাতে।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলে আজ সন্ধ্যাতেই বিজেপি সংসদীয় দল উপরাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী বাছাইয়ের বৈঠকে বসে। দক্ষিণের কোনো নেতাকে বিজেপি এবার উপরাষ্ট্রপতি করতে চায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিততে বিজেপি বিশেষ জোর দিচ্ছে দক্ষিণের চার রাজ্যের ওপর। উপরাষ্ট্রপতি পদের দৌড়ে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। তিনি অন্ধ্র প্রদেশের রাজনীতিক।