ঘূর্ণিঝড় ন্যাটের তাণ্ডব

ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এর মধ্যে নিকারাগুয়ায় ১১ জন, কোস্টারিকায় ৮ জন ও হন্ডুরাসে ৩ জন নিহত হয়েছে। মধ্য আমেরিকার এই দেশগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন।
অতিবৃষ্টিতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। ভেঙে গেছে সেতু, অনেক সড়কও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কোস্টারিকায় বিশুদ্ধ পানির অভাবে রয়েছে প্রায় চার লাখ বাসিন্দা। আশ্রয়হীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। ছবিগুলো শুক্রবার তোলা।

১ / ৫
সাধারণ মানুষকে সতর্ক করতে সমুদ্রসৈকতে লাল পতাকা টানানো হয়েছে। কানকুন, মেক্সিকো। ছবি: রয়টার্স
সাধারণ মানুষকে সতর্ক করতে সমুদ্রসৈকতে লাল পতাকা টানানো হয়েছে। কানকুন, মেক্সিকো। ছবি: রয়টার্স
২ / ৫
ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে ধসে পড়েছে মহাসড়কটি। কাসা মাতা, কোস্টারিকা। ছবি: রয়টার্স
ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে ধসে পড়েছে মহাসড়কটি। কাসা মাতা, কোস্টারিকা। ছবি: রয়টার্স
৩ / ৫
ঘূর্ণিঝড়ে আক্রান্ত এক শিশু চেয়ারে বসে আছে। নান্দাইমি, নিকারাগুয়া। ছবি: রয়টার্স
ঘূর্ণিঝড়ে আক্রান্ত এক শিশু চেয়ারে বসে আছে। নান্দাইমি, নিকারাগুয়া। ছবি: রয়টার্স
৪ / ৫
ঘূর্ণিঝড় ন্যাটের প্রভাবে অতি বৃষ্টিতে নিকারাগুয়ায় দেখা দিয়েছে বন্যা। নান্দাইমি, নিকারাগুয়া। ছবি: রয়টার্স
ঘূর্ণিঝড় ন্যাটের প্রভাবে অতি বৃষ্টিতে নিকারাগুয়ায় দেখা দিয়েছে বন্যা। নান্দাইমি, নিকারাগুয়া। ছবি: রয়টার্স
৫ / ৫
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। মানাগুয়া, নিকারাগুয়া। ছবি: রয়টার্স
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। মানাগুয়া, নিকারাগুয়া। ছবি: রয়টার্স