দীপাবলির ফুল

উপমহাদেশের অন্যতম প্রধান উৎসব দীপাবলি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপালসহ বেশ কিছু দেশে জাঁকজমকপূর্ণ এই আলোর উৎসবটি পালন করা হয়। এ উৎসব ঘিরে সাধারণ মানুষের থাকে নানা আয়োজন। উৎসবের অন্যতম পর্ব পূজা। আর সেই পূজায় প্রয়োজন হয় ফুলের। নেপালে দীপাবলির ফুলের জোগান আসে কাঠমান্ডুর পাহাড়ের পাদদেশের ফুলের খেত থেকে। তাই সেখানকার ফুল-শ্রমিকেরা এখন ফুল সংগ্রহ করতে ব্যস্ত। ছবিগুলো গত মঙ্গলবার নেপালের কাঠমান্ডু থেকে তোলা। 

১ / ৬
যত্নের সঙ্গে খেত থেকে গাঁদা ফুল তুলছেন এক শ্রমিক। ছবি: রয়টার্স
যত্নের সঙ্গে খেত থেকে গাঁদা ফুল তুলছেন এক শ্রমিক। ছবি: রয়টার্স
২ / ৬
এখানে সারা বছর ফুল চাষ হয় প্রধানত এই তিহার বা দীপাবলিকে কেন্দ্র করে। ছবি: রয়টার্স
এখানে সারা বছর ফুল চাষ হয় প্রধানত এই তিহার বা দীপাবলিকে কেন্দ্র করে। ছবি: রয়টার্স
৩ / ৬
নেপালে দীপাবলি ‘তিহার’ নামে উদ্‌যাপিত হয়। সেই তিহারের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই ফুল। ছবি: রয়টার্স
নেপালে দীপাবলি ‘তিহার’ নামে উদ্‌যাপিত হয়। সেই তিহারের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই ফুল। ছবি: রয়টার্স
৪ / ৬
এই ফুল চাষ করে এবং ফুল খেতে শ্রমিক হিসেবে কাজ করে অনেকে জীবিকা নির্বাহ করেন। ছবি: রয়টার্স
এই ফুল চাষ করে এবং ফুল খেতে শ্রমিক হিসেবে কাজ করে অনেকে জীবিকা নির্বাহ করেন। ছবি: রয়টার্স
৫ / ৬
এই গাঁদা ফুল কিনে প্রধানত মালা তৈরি করেন ভক্তরা। ছবি: রয়টার্স
এই গাঁদা ফুল কিনে প্রধানত মালা তৈরি করেন ভক্তরা। ছবি: রয়টার্স
৬ / ৬
ফুল তুলে খেত থেকে ফিরছেন শ্রমিকেরা। ছবি: রয়টার্স
ফুল তুলে খেত থেকে ফিরছেন শ্রমিকেরা। ছবি: রয়টার্স