কয়েদির মাথায় সেরা সুন্দরীর মুকুট!

মায়ানা রোজ আলভেস এবারের ‘টিবি গার্ল’ নির্বাচিত হন। ব্রাজিলের রিও ডি জেনিরোর তালাবেরা ব্রুস নারী কারাগারে এই প্রতিযোগিতার আয়োজন হয়েছিল গত বুধবার। ছবি: রয়টার্স
মায়ানা রোজ আলভেস এবারের ‘টিবি গার্ল’ নির্বাচিত হন। ব্রাজিলের রিও ডি জেনিরোর তালাবেরা ব্রুস নারী কারাগারে এই প্রতিযোগিতার আয়োজন হয়েছিল গত বুধবার। ছবি: রয়টার্স

কয়েক দিন আগে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন ভারতীয় মানুষি চিল্লার। মিস ইউনিভার্স হয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেমি-লি নিল-পিটার্স। এবার কারাগারে থাকা সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্য থেকে সুন্দরী বেছে নেওয়ার এক প্রতিযোগিতা হয়েছে ফুটবল বিশ্বে বহু তারকার জন্ম দেওয়া দেশ ব্রাজিলে। কারাগারে আয়োজিত এ প্রতিযোগিতার নাম রাখা হয় ‘টিবি গার্ল’। প্রতিযোগিতায় সেরার মুকুট মাথায় পরেন ডাকাতির অভিযোগে দোষী সাব্যস্ত মায়ানা রোজ আলভেস।

ব্রাজিলের রিও ডি জেনিরোর তালাবেরা ব্রুস নারী কারাগারে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীরা। ছবি: রয়টার্স
ব্রাজিলের রিও ডি জেনিরোর তালাবেরা ব্রুস নারী কারাগারে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীরা। ছবি: রয়টার্স

ডেইলি মেইল ও ইউরো নিউজের খবরে বলা হয়েছে, ব্রাজিলের রিও ডি জেনিরোর তালাবেরা ব্রুস নারী কারাগারে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল গত বুধবার। অন্য সুন্দরী প্রতিযোগিতা যেভাবে আয়োজন করা হয়, এ আয়োজনেও তা ছিল। অন্য সুন্দরী প্রতিযোগিতা বড় অডিটোরিয়ামে আয়োজন হয় আর এ প্রতিযোগিতার আয়োজন হয় কারাগারের ভেতরে।

ব্রাজিলের রিও ডি জেনিরোর তালাবেরা ব্রুস নারী কারাগারে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীরা। ছবি: রয়টার্স
ব্রাজিলের রিও ডি জেনিরোর তালাবেরা ব্রুস নারী কারাগারে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীরা। ছবি: রয়টার্স

প্রতিযোগিতায় ১০ জন নারী কয়েদি অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বজনদের দাওয়াত দেওয়া হয়। প্রতিযোগীদের আবেদন, সৌন্দর্য ও উপস্থাপনার ভিত্তিতে চুলচেরা বিশ্লেষণ করে সেরা সুন্দরী বেছে নেন বিচারকেরা। প্রায় ৪০০ জন উপস্থিত থেকে আয়োজন উপভোগ করেন। ২০১৫ সালে কার্গোয় ডাকাতির অভিযোগে দোষী সাব্যস্ত মায়ানা আলভেসের মাথায় ওঠে সেরার মুকুট।

ব্রাজিলের রিও ডি জেনিরোর তালাবেরা ব্রুস নারী কারাগারে সুন্দরী প্রতিযোগিতার অংশ নিতে পেরে উচ্ছ্বসিত নারী কয়েদিরা। ছবি: রয়টার্স
ব্রাজিলের রিও ডি জেনিরোর তালাবেরা ব্রুস নারী কারাগারে সুন্দরী প্রতিযোগিতার অংশ নিতে পেরে উচ্ছ্বসিত নারী কয়েদিরা। ছবি: রয়টার্স

এ বছরের সেরা সুন্দরী মায়ানা আলভেস বলেন, ‘সবকিছুই খুব আনন্দের ছিল। কারণ, পরিবারের স্বজনেরা এখানে উপস্থিত। আমি ঘাবড়ে গিয়েছিলাম আবার সঙ্গে সঙ্গে আনন্দও হচ্ছিল। আমার মাথায় শ্যাসে পরানোর সময় মনে হচ্ছিল আমি স্বাধীন।’

মাদক পাচারের অভিযোগে সাজাপ্রাপ্ত ২৮ বছর বয়সী মিশেল রেঙ্গল গত বছরের সেরা সুন্দরী নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, ‘সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় একমুহূর্তের জন্য আমার মনে হয়নি আমি বন্দী। মনে হয়েছে আমার আত্মা মুক্ত।’