শীতে কাঁপছে কলকাতাও

১ / ১২
তীব্র শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাচ্ছে কয়েকজন। ছবি: ভাস্কর মুখার্জি
তীব্র শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাচ্ছে কয়েকজন। ছবি: ভাস্কর মুখার্জি

তীব্র শীতে কাঁপছে কলকাতা। শুধু কলকাতা কেন, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। শীতে পশ্চিমবঙ্গে পাঁচজন মারা গেছে। বস্তিবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে।

২ / ১২
আগুনের তাপে শীত তাড়ানোর চেষ্টা। ছবি: ভাস্কর মুখার্জি
আগুনের তাপে শীত তাড়ানোর চেষ্টা। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গে গতকাল সোমবার সবচেয়ে কম তাপমাত্রা ছিল দার্জিলিংয়ে। তাপমাত্রা ছিল মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস।

৩ / ১২
গরম পোশাকে বেড়াতে বেড়িয়েছে শিশুটি। ছবি: ভাস্কর মুখার্জি
গরম পোশাকে বেড়াতে বেড়িয়েছে শিশুটি। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার বিভিন্ন রেলস্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাটে শীতের মধ্যে বহু কষ্টে রয়েছে মানুষ। রাস্তায় রাস্তায় জ্বালানো হচ্ছে, কাঠ, গাড়ির টায়ার, বিভিন্ন প্লাস্টিকের ভাঙাচোরা ড্রাম।

৪ / ১২
শীত তাড়ানোর চেষ্টা। ছবি: ভাস্কর মুখার্জি
শীত তাড়ানোর চেষ্টা। ছবি: ভাস্কর মুখার্জি

এখন কলকাতাসহ রাজ্যের সব জায়গায় বাস, ট্রাম, ট্রেন, লঞ্চে যাত্রী চলাচল কমে গেছে।

৫ / ১২
গরম পোশাক পরে বাইরে কাজে বেরিয়েছে মানুষ। ছবি: ভাস্কর মুখার্জি
গরম পোশাক পরে বাইরে কাজে বেরিয়েছে মানুষ। ছবি: ভাস্কর মুখার্জি

তীব্র শীতে পশ্চিমবঙ্গে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁরা হলেন দক্ষিণ দিনাজপুরের তপন এলাকার মিন্টু সিংহ রায় (৪২), ত্রিমোহনীর শ্রীরামপুরে পরাণ মুর্মু (৩৬), বালুরঘাটের ট্যাংক মোড়ের দ্বিজেন দাস (৫০)।

৬ / ১২
শীতের বাতাস যেন কানে না লাগে। তাই ছেলেকে টুপি পরাচ্ছেন মা। ছবি: ভাস্কর মুখার্জি
শীতের বাতাস যেন কানে না লাগে। তাই ছেলেকে টুপি পরাচ্ছেন মা। ছবি: ভাস্কর মুখার্জি

এ ছাড়া বাঁকুড়া ও মুর্শিদাবাদে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিচয় পাওয়া যায়নি।

৭ / ১২
শীতের মধ্যে চলছে আড্ডা। ছবি: ভাস্কর মুখার্জি
শীতের মধ্যে চলছে আড্ডা। ছবি: ভাস্কর মুখার্জি

গতকাল দমদমে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি, কলকাতা ১০ ডিগ্রি, , শ্রীনিকেতনে ৬ দশমিক ৮, কোচবিহারে ৩ দশমিক ৯, জলপাইগুড়িতে ৩ দশমিক ৮, কালিম্পংয়ে ৫, কৃষ্ণনগরে ৭ দশমিক ৮, মালদহে ৫ দশমিক ৭, বাঁকুড়ায় ৮ দশমিক ৬, দীঘায় ৯ দশমিক ৫ ডিগ্রি, আলিপুরে ১০ দশমিক ৫ এবং মেদিনীপুরে ৯ দশমিক ১।

৮ / ১২
শীত তাড়াতে গরম চায়ের জুড়ি মেলা ভার। ছবি: ভাস্কর মুখার্জি
শীত তাড়াতে গরম চায়ের জুড়ি মেলা ভার। ছবি: ভাস্কর মুখার্জি

আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে, আরও ৪৮ ঘণ্টা এই শৈত্যপ্রবাহ চলবে।

৯ / ১২
চাদর মুড়ি দিয়ে দুই রিকশাচালক। ছবি: ভাস্কর মুখার্জি
চাদর মুড়ি দিয়ে দুই রিকশাচালক। ছবি: ভাস্কর মুখার্জি

আবহাওয়া দপ্তর বলছে, ২০১৩ সালের ৯ জানুয়ারি ছিল কলকাতার সবচেয়ে শীতলতম দিন।

১০ / ১২
আগুনের তাপে যদি শীত থেকে রেহাই মেলে। ছবি: ভাস্কর মুখার্জি
আগুনের তাপে যদি শীত থেকে রেহাই মেলে। ছবি: ভাস্কর মুখার্জি

তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি। ২০১১ সালের ১২ জানুয়ারি ছিল ৯ দশমিক ৬, ২০১২ সালের ১৫ জানুয়ারি ১০ ডিগ্রি, চলতি বছরের ৮ জানুয়ারি ছিল এই তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি।

১১ / ১২
গরম পোশাক পরে দায়িত্বপালন করছে ট্রাফিক পুলিশ। ছবি: ভাস্কর মুখার্জি
গরম পোশাক পরে দায়িত্বপালন করছে ট্রাফিক পুলিশ। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের পাহাড়িয়া শহর দার্জিলিংয়ে তাপমাত্রা কমে মাইনাস ডিগ্রিতে চলে গেছে। তীব্র শীতে কাঁপছে দার্জিলিং। মানুষ হোটেল থেকে বের হচ্ছে না। হিটার চালিয়ে গরম করছে রুম।

১২ / ১২
শীতের মধ্যেই বেড়িয়েছে ওরা। ছবি: ভাস্কর মুখার্জি
শীতের মধ্যেই বেড়িয়েছে ওরা। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় এখন রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাচল। শীতের ভয়ে প্রয়োজন না থাকলে আর কেউ এখন বাড়ি থেকে বের হচ্ছে না। এতে সকালবেলা কলকাতা শহরের রাস্তাঘাট ফাঁকা থাকছে। রোদ উঠলে ধীরে ধীরে বাড়ছে যান চলাচল। মানুষের চলাচল।