অদ্ভুত ফ্যাশন শো

১৬ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের লন্ডনে শুরু হয়েছে ‘লন্ডন ফ্যাশন উইক’। ব্যতিক্রমধর্মী এই ফ্যাশন শো চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আসরের বেশি কিছু পোশাক ও পোশাকের আনুষঙ্গিক জিনিস অবাক করার মতো। অনেক দর্শকের চোখ আটকে ছিল কোনো মডেল অদ্ভুত নকশার জুতো, কারও দৃষ্টি আকর্ষণ করেছে কোনো মডেলের অদ্ভুত টুপি। এমনও হয়েছে, মডেল র‍্যাম্পে হাঁটছেন কিন্তু তাঁর দুটি পা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না! এমনই নানা ধরনের পোশাক ও প্রপ নিয়ে র‍্যাম্পে হাজির হয়েছেন ফ্যাশন ডিজাইনাররা। ছবিগুলো শুক্রবারের।

১ / ৬
মডেলের মাথায় অদ্ভুত আকৃতির এক টুপি। টুপির জন্য মডেলের মুখই দেখা দায়। ছবি: রয়টার্স
মডেলের মাথায় অদ্ভুত আকৃতির এক টুপি। টুপির জন্য মডেলের মুখই দেখা দায়। ছবি: রয়টার্স
২ / ৬
মডেলের পায়ে মানুষের মুখের আদলে তৈরি জুতা। অনেকে শুধু এই জুতার ছবিই তুলেছেন। ছবি: রয়টার্স
মডেলের পায়ে মানুষের মুখের আদলে তৈরি জুতা। অনেকে শুধু এই জুতার ছবিই তুলেছেন। ছবি: রয়টার্স
৩ / ৬
জালে আবৃত মডেলের শরীর। চোখে ঠুলির মতো চশমা। ছবি: রয়টার্স
জালে আবৃত মডেলের শরীর। চোখে ঠুলির মতো চশমা। ছবি: রয়টার্স
৪ / ৬
মনে হতেই পারে মুণ্ডহীন মডেল হেঁটে চলেছেন র‍্যাম্পে। আসলে পোশাকটিই এমন যে দর্শককে বিভ্রান্ত করে। ছবি: রয়টার্স
মনে হতেই পারে মুণ্ডহীন মডেল হেঁটে চলেছেন র‍্যাম্পে। আসলে পোশাকটিই এমন যে দর্শককে বিভ্রান্ত করে। ছবি: রয়টার্স
৫ / ৬
দেখে মনে হয় রঙিন কাচের টুকরা দিয়ে গড়া পোশাক। ছবি: রয়টার্স
দেখে মনে হয় রঙিন কাচের টুকরা দিয়ে গড়া পোশাক। ছবি: রয়টার্স
৬ / ৬
মাথায় বিশাল টুপি, প্লাস্টিকে মোড়া মডেলের গোটা শরীর। ছবি: রয়টার্স
মাথায় বিশাল টুপি, প্লাস্টিকে মোড়া মডেলের গোটা শরীর। ছবি: রয়টার্স