নদী পারাপার যেন অভিযান

চীনের দক্ষিণ-পশ্চিমের ইউনান প্রদেশের একটি পাহাড়ি গ্রামের নাম লাজিমি। এই লাজিমি গ্রাম আর নুজিয়াং লিসু অটোনোমাস প্রিফেকচারের মাঝখানে নু নদী। লাজিমি গ্রামবাসীকে বিভিন্ন প্রয়োজনে যেতে হয় ওপারে। কিন্তু কাছাকাছি কোনো সেতু নেই। একটি আছে, তা-ও প্রায় ২০ কিলোমিটার দূরে। নৌকাও ব্যবহার করতে পারেন না তাঁরা। কেননা পাথুরে হিংস্র নদীতে নৌকা খেই হারিয়ে ফেলে। কিন্তু নদী তো পার হতে হবে। নদী পার হতে গ্রামবাসী নদীর ওপর দিয়ে তার টেনেছেন। সেই তারে ঝুলে তাঁরা প্রতিদিন নদী পার হচ্ছেন। ঝুঁকিপূর্ণ এই নদী পারাপারের ছবিগুলো ২৮ মের।

১ / ৫
বাজার থেকে কেনাকাটা শেষে গ্রামে ফিরছে এক পরিবার। ছবি: রয়টার্স
বাজার থেকে কেনাকাটা শেষে গ্রামে ফিরছে এক পরিবার। ছবি: রয়টার্স
২ / ৫
শিশুকে নিয়ে দুঃসাহসিক যাত্রায় এক মা। ছবি: রয়টার্স
শিশুকে নিয়ে দুঃসাহসিক যাত্রায় এক মা। ছবি: রয়টার্স
৩ / ৫
এভাবে তারে ঝুলে নদী পার হওয়া গ্রামবাসীর নিত্যদিনের কাজ। ছবি: রয়টার্স
এভাবে তারে ঝুলে নদী পার হওয়া গ্রামবাসীর নিত্যদিনের কাজ। ছবি: রয়টার্স
৪ / ৫
ঝুঁকি থাকলেও নিরুপায় হয়েই গ্রামবাসী এ পথে। ছবি: রয়টার্স
ঝুঁকি থাকলেও নিরুপায় হয়েই গ্রামবাসী এ পথে। ছবি: রয়টার্স
৫ / ৫
সতর্কতার সঙ্গে নদী পার হচ্ছেন এক নারী। ছবি: রয়টার্স
সতর্কতার সঙ্গে নদী পার হচ্ছেন এক নারী। ছবি: রয়টার্স