ইমরান খানের বিরুদ্ধে প্রার্থী শতবর্ষী নারী

ইমরান খানের বিরুদ্ধে নির্বাচনে লড়াইয়ের করছেন ১০০ বছর বয়সী হজরত বিবি। ছবি: এএফপি
ইমরান খানের বিরুদ্ধে নির্বাচনে লড়াইয়ের করছেন ১০০ বছর বয়সী হজরত বিবি। ছবি: এএফপি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের বিরুদ্ধে নির্বাচনে লড়াইয়ের করছেন ১০০ বছর বয়সী এক নারী।

আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন আসনের প্রার্থীরা এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত।

ডনের খবরে জানায়, খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলা থেকে নির্বাচন করছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এই আসনেই তাঁর প্রতিদ্বন্দ্বী হজরত বিবি। ১০০ বছর বয়সী এই নারী স্থানীয়ভাবে বেশ পরিচিত মুখ। নির্বাচনে তিনি জাতীয় পরিষদের এনএ-৩৫ (বান্নু) ও খাইবার পাখতুনখাওয়া পরিষদের পিকে-৮৯ (বান্নু থ্রি) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১১ লাখ ৬৭ হাজার ৮৯২ জন ভোটারের এনএ-৩৫ আসনে হজরত বিবি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। হজরত বিবি তাঁর জেলায় নারীশিক্ষার প্রসারে কাজ করতে চান। সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। একসময় এই এলাকাটি তালেবানপন্থী জঙ্গিদের শক্ত অবস্থানও ছিল।

উত্তর ওয়াজিরিস্তান থেকে বাস্তুচ্যুত হয়ে প্রায় ১০ লাখ মানুষ বান্নু জেলায় বসবাস করছেন। উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করলে এসব লোক বান্নু জেলায় চলে আসেন।

হজরত বিবি বিশ্বাস করেন, নারীদের শিক্ষিত করে গড়ে তোলা গেলে বড় পরিসরে ক্ষমতায়ন ও সমাজে তাঁদের গ্রহণযোগ্যতা তৈরি হবে।

আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে।